এক্সপ্লোর
বিমান দুর্ঘটনা: কোপা সুদানামেরিকানা কাপ ক্যাপি কোয়েন্সকে উত্সর্গ কলম্বিয়া ক্লাবের

বোগোটা: কোপা সুদানামেরিকানা কাপ ব্রাজিলের ক্যাপি কোয়েন্স ক্লাবকে উত্সর্গ করল কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশিওনাল ক্লাব। বুধবারই ফাইনালে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশিওনালের বিরুদ্ধে নামার কথা ছিল ব্রাজিলের ক্যাপি কোয়েন্সের। কিন্তু, খেলতে যাওয়ার পথে, কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ক্যাপি কোয়েন্সের ২২ জন ফুটবলারের। তাদের সম্মান জানাতে কোপা সুদানামেরিকানা কাপ ক্যাপি কোয়েন্সকে উত্সর্গ করার কথা ঘোষণা করেছে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশিওনাল ক্লাব। এবার সিদ্ধান্ত নেওয়ার ভার কোপা সুদানামেরিকানা কাপের আয়োজক ফুটবল সংস্থার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















