পিএনবি প্রতারণা: টাকা ফেরতের সুনির্দিষ্ট, বাস্তবসম্মত প্রস্তাব থাকলে আসুন, নীরবকে জবাব ব্যাঙ্কের
![পিএনবি প্রতারণা: টাকা ফেরতের সুনির্দিষ্ট, বাস্তবসম্মত প্রস্তাব থাকলে আসুন, নীরবকে জবাব ব্যাঙ্কের Come up with implementable plan to repay dues: PNB to Nirav Modi পিএনবি প্রতারণা: টাকা ফেরতের সুনির্দিষ্ট, বাস্তবসম্মত প্রস্তাব থাকলে আসুন, নীরবকে জবাব ব্যাঙ্কের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/22174756/nirav-modi-pnb.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ১১,৪০০ কোটি টাকার প্রতারণ মামলায় ঋণশোধের সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত পন্থা নিয়ে হাজির হতে নীরব মোদীকে বলল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)।
চলতি সপ্তাহেই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে লেখা নীরবের চিঠির উত্তরে এদিন পিএনবি জানায়, একটি শাখা থেকে জাল লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) নিয়ে এত বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করে তাদের ক্ষতি করেছেন তিনি।
এদিন নীরবকে ই-মেল মারফৎ চিঠি পাঠান পিএনবি-র জেনারেল ম্যানেজার (আন্তর্জাতিক ব্যাঙ্কিং বিভাগ) অশ্বিনী বৎস। তিনি বলেন, আপনি (নীরব) বেআইনিভাবে এলওইউ জারি করেছেন। কয়েকজন ব্যাঙ্ককর্মীর সঙ্গে যোগসাজসে অবৈধভাবে এই কাজ করেছেন। কোনও সময়ই ব্যাঙ্ক আপনার তিন পার্টনার সংস্থাকে এই সুবিধে দেয়নি।
চিঠিতে আরও বলা হয়, ঋণ মিটিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা না রেখে ও অর্থ শোধ করার সময়সীমা না ঘোষণা করে আপনি দায়বদ্ধতা ও অঙ্গীকার ভঙ্গ করেছেন। তা সত্ত্বেও, যদি আপনি কোনও পোক্ত ও বাস্তবসম্মত পরিকল্পনা (টাকা ফেরত দেওয়ার) পেশ করতে পারেন, তাহলে জবাব দিন।
কয়েকদিন আগে, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে লেখা একটি চিঠিতে নীরব দাবি করেন, নিজেদের অত্যুৎসাহের জন্যই পিএনবি টাকা ফেরত পাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, ব্যাঙ্কের জন্যই আজ তাঁর ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। ব্র্যান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)