নোট বাতিলের বিরোধিতা: মমতা, কেজরীবালের বিরুদ্ধে এফআইআরের আর্জি
নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল নিজেরাই মারাত্মক অভিযোগে কাঠগড়ায় উঠেছেন, কিন্তু 'ভারতের অর্থনীতি শক্তিশালী' করে তোলার লক্ষ্যে যে নোট বাতিলের কর্মসূচি নেওয়া হয়েছে, নিজেরা প্রতিবাদ-আন্দোলনের নামে তার বিরুদ্ধেই মানুষকে ক্ষেপিয়ে তুলতে চাইছেন। তাই ওই দুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেওয়া হোক দিল্লি পুলিশকে। এমনই আবেদন জানিয়ে তাঁদের বিরুদ্ধে শহরের এক আদালতে ফৌজদারি অভিযোগ পেশ করেছেন জনৈক পি এন অরুণকুমার। হায়দরাবাদের বাসিন্দা অরুণকুমারের দাবি, দুই মুখ্যমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামায় দেশময় আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছে।
১৫৩ (ধর্ম, জাতপাত, ভাষা, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা), ৪২০ (প্রতারণা)ও ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় পশ্চিমবঙ্গ ও দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
১৫ ডিসেম্বর আবেদনকারীর তোলা অভিযোগটি বিচারের দিন ধার্য করেছেন মেট্রপলিটান ম্যাজিস্ট্রেট হরবিন্দর সিংহ।