নিপায় আক্রান্ত রোগী স্থিতিশীল, জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী, সমস্ত সাহায্যের আশ্বাস কেন্দ্রের
নিপায় আক্রান্ত ২৩ বছরের ছাত্রের অবস্থা এখন স্থিতিশীল, জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা।
কোচি: নিপায় আক্রান্ত ২৩ বছরের ছাত্রের অবস্থা এখন স্থিতিশীল, জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেও জানানো হয়েছে, “৩০ মে যে রোগী ভর্তি হয়েছিল, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। অবস্থার অবনতি হয়নি।”
প্রসঙ্গত, কেরলে নিপার প্রকোপ নিয়ে কোনও রকম রাখঢাক না রেখেই কেরল সরকার জানিয়েছে, রাজ্যে ৩১১ জন আক্রান্তের ওপর নজর রাখা হয়েছে। তারা সবাই নিপায় আক্রান্ত কিনা সেবিষয়ে এখনই পাকাপোক্তভাবে কোনও ঘোষণা না করলেও সরকার উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী শাইলাজা সাংবাদিকদের জানিয়েছেন, ৫ জন আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকেই এখন কোচির কলামেসরি মেডিক্যাল কলেজে ভর্তি। তাঁদেরকে একটি নির্দিষ্ট ওয়ার্ডে রেখেই চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য গত বছর কেরলে নিপায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৭ জনের। কোঝিকোড়েই মৃত্যু হয়েছিল ১৪ জন নিপা আক্রান্তের। আর বাকি ৩ জনের মৃত্যু হয়েছিল মালাপ্পুরামে। এবার যেন কাউকেই প্রাণ হারাতে না হয় সেই মতো আগাম ব্যবস্থা নিয়েছে কেরলের বিজয়ন সরকার। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। মঙ্গলবার কেরলের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একদফা কথাও বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লিতে একটি হেল্প সেন্টারও খোলা হয়েছে। নিপা সংক্রান্ত যাবতীয় তথ্য ও সাহায্যের জন্য দেওয়া হয়েছে ০১১-২৩৯৭৮০৪৬ - এই নম্বরটিও।