এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদের উভয় কক্ষে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস। রাজ্যসভায় এই নোটিশ দিয়েছেন শান্তারাম নায়েক। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকরের বিরুদ্ধেও নোটিশ দিয়েছেন। লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই নোটিশ দিয়েছেন বীরাপ্পা মইলি।
অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করার জন্যই মোদীর বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হল বলে জানিয়েছেন শান্তারাম। তাঁর দাবি, সংসদের বাইরে মিথ্যা বলেছেন মোদী।
স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েই ক্ষান্ত হননি কংগ্রেস সাংসদরা, তাঁরা লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, সরকার গণতন্ত্রকে হত্যা করছে এবং অভিযোগের রাজনীতি করছে। তবে স্পিকার সুমিত্রা মহাজন অধিবেশন মুলতুবি করেননি। বিক্ষোভের মধ্যেই কাজকর্ম হয়েছে।
সরকার অবশ্য কংগ্রেসের এই নোটিশকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। রাজ্যসভায় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, প্রধানমন্ত্রী সংসদে এবং সংসদের বাইরে দুর্নীতি নিয়ে কথা বলতেই পারেন। তাঁর কন্ঠরোধ করা যাবে না। নির্বাচনী প্রচারে একজন রাজনীতিবিদের বিরুদ্ধে অন্য একজনের বক্তব্য কবে থেকে স্বাধিকার ভঙ্গের আওতায় পড়ল, সে প্রশ্নও তুলেছেন জেটলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement