গুজরাত নির্বাচন: কংগ্রেস-হার্দিক গাঁটছড়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না, নিশ্চিত রূপানি
আমদাবাদ: কংগ্রেস-হার্দিক গাঁটছড়া করলেও, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ভোটভাগ্যে কোনও হেরফের হবে না বলেই আশাপ্রকাশ করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাতকারে কংগ্রেসের বিরুদ্ধে বর্ণবিভেদকে হাতিয়ার করার অভিযোগ তোলেন রূপানি। তাঁর কটাক্ষ, এখন বিভিন্ন বর্ণের নেতাদের দিয়ে প্রচার ‘আউটসোর্সিং’ করছে কংগ্রেস।
গুজরাতের মুখ্যমন্ত্রীর দাবি, সংরক্ষণ-আন্দোলনকারীরা নির্বাচনের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই ইস্যুতে মানুষকে ‘ধোঁকা’ দিচ্ছে কংগ্রেস। রূপানি বলেন, হার্দিক-কংগ্রেস জোট কোনও রাজনৈতিক গাঁটছড়া নয়, এটা হল দুপক্ষের মধ্যে একটি ‘চুক্তি’।
কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে ‘মিথ্যেবাদী’ উল্লখ করে রূপানি বলেন, মিথ্যে পরিসংখ্যান প্রকাশ করে গুজরাতের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি।
রূপানি নিশ্চিত, কংগ্রেস-হার্দিক গাঁটছড়ার ফলে বিজেপির ওপর কোনও প্রভাব ফেলতে পারবে না। কারণ, সত্যিটা সকলেই জানে। মানুষ ওদের মুখোশ খুলে দেবে।