এক্সপ্লোর
কংগ্রেস জিহাদি মানসিকতাসম্পন্ন, কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তোপ আদিত্যনাথের

সিরসি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেছেন, ‘জিহাদি মানসিকতাসম্পন্ন কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে। কর্ণাটকের মানুষের কংগ্রেসের এই রাজনীতি প্রত্যাখ্যান করা উচিত। হনুমান রামরাজ্য তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা যে ঐতিহ্যের বাহক, সেটা সমাজে বিভাজনের নীতিতে বিশ্বাস করে না। এই ঐতিহ্য উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমকে ঐক্যবদ্ধ করে। আমরা সবসময় ভারতকে ঐক্যবদ্ধ দেশ হিসেবে দেখে এসেছি। আমরা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের নীতিতে বিশ্বাস করি।’ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও আক্রমণ করেছেন আদিত্যনাথ। তিনি এক জনসভায় বলেছেন, ‘কর্ণাটকের মুখ্যমন্ত্রী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ইনিংস খেলছেন। তিনি ও কর্ণাটকের কংগ্রেস সরকার সমাজে বিভাজনের চেষ্টা চালাচ্ছে। কংগ্রেসের বিভাজনের রাজনীতি সন্ত্রাসবাদকে সমর্থন করে। আমি কর্ণাটকের মানুষকে আহ্বান জানাতে এসেছি, কংগ্রেসের বিভাজনের রাজনীতি, জিহাদি মানসিকতা, সন্ত্রাসবাদকে সমর্থনের নীতি এবং দুর্নীতিকে প্রত্যাখ্যান করুন। গত পাঁচ বছরে কর্ণাটকে ২৩ জন বিজেপি কর্মীকে খুন করেছে জিহাদিরা। এতেই কংগ্রেসের বিভাজনের রাজনীতির প্রমাণ পাওয়া যাচ্ছে।’ কর্ণাটকের সঙ্গে নিজের রাজ্যের তুলনা করে আদিত্যনাথ বলেছেন, ‘এই সরকার কৃষক, ব্যবসায়ী, নাগরিক ও বিজেপি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না এবং ন্যায়বিচারের ব্যবস্থা করছে না। সরকার অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছে। সিদ্দারামাইয়া সরকার কর্ণাটককে অটোমেটেড টেলর মেশিন হিসেবে ব্যবহার করছে। তাই আমি আপনাদের বলতে এসেছি, কংগ্রেস-মুক্ত কর্ণাটক সময়ের চাহিদা।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















