জিএসটি নিয়ে সুরাতের ব্যবসায়ীদের খেপিয়ে তুলছে কংগ্রেস: স্মৃতি ইরানি
আমদাবাদ: গুজরাতে ভোটপ্রচারে গিয়ে কংগ্রেসকে নিশানা করলেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, সুরাতের ছোট ব্যবসায়ীরা জিএসটি-কে মানতে চাইলেও, কংগ্রেস তাদের প্ররোচিত করছে বিজেপি সরকারের বিরুদ্ধে।
বুধবার, গুজরাতে গিয়ে নির্বাচনী জনসভায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী অভিযোগ করেন, জিএসটি ও নোট বাতিলের ফলে দেশের টেক্সটাইল হাব বলে পরিচিত সুরাতের ‘পা ভেঙে গিয়েছে’। শিল্পপতিদের সঙ্গে বৈঠকে রাহুল আশ্বাস দেন, তাঁর দল ক্ষমতায় এলে জিএসটি-র কাঠামোয় পরিবর্তন আনবে।
এদিন কংগ্রেসের সেই অভিযোগকে খারিজ করে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পাল্টা দাবি করেন, বণিক ও ব্যবসায়ীরা জিএসটি-মানতে তৈরি। ব্যবসায়ীদের যাবতীয় সমস্যা সমাধান করতে চেষ্টা চালাচ্ছ তাঁর মন্ত্রক। ইরানির দাবি, সুরাতের ব্যবসায়িক সংগঠনের তুলে ধরা সমস্যার কথা তিনি জিএসটি কাউন্সিলের কাছে পেশ করেছেন।
তিনি যোগ করেন, সুরাতে গিয়ে তিনি বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত বণিক, তাঁতি, ক্ষুদ্র ব্যবসায়ী ও মহিলাদের সঙ্গে কথা বলেছেন। জিএসটি-র নতুন সিস্টেম নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনেন। সমাধানের আশ্বাস দেন। ইরানির অভিযোগ, ভোটের মুখে কংগ্রেস নেতারা মানুষকে প্ররোচিত করছে।