এক্সপ্লোর
রাহুলকে ‘পাপ্পু’ বলা কংগ্রেস নেতার দলত্যাগ

নয়াদিল্লি: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে ‘পাপ্পু’ বলে বিতর্কে জড়ানো বিনয় প্রধান এবার দলত্যাগ করলেন। আজ সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মেরঠের প্রাক্তন জেলা সভাপতি বিনয়। তাঁর দাবি, অন্যায়ভাবে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ২২ বছর ধরে দলের হয়ে কাজ করার পরে তাঁর মনে হচ্ছে, কংগ্রেস তাঁর সঙ্গে প্রতারণা করেছে। সংবাদমাধ্যমকে বিনয় বলেছেন, ‘যে হোয়াটসঅ্যাপ পোস্ট নিয়ে এত বিতর্ক সেটাতে আমি কংগ্রেস সহ-সভাপতির প্রশংসা করেছিলাম। আমি বলেছিলাম, আদানি, অম্বানি ও মাল্যর সঙ্গে হাত নাম মিলিয়ে তিনি নিজের স্বার্থ না দেখে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাহুল গাঁধী বুঝিয়ে দিয়েছেন, তিনি সত্যিই পাপ্পু। তিনি বুঝতেই পারেননি, আমি তাঁর প্রশংসা করেছি। এখন আমার রাজনৈতিক জীবন সংক্ষিপ্ত হয়ে গেল।’ সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুলকে আক্রমণ করে বিনয় বলেছেন, ‘রাহুল গাঁধী একদল হীন স্তাবক পরিবৃত হয়ে আছেন। তাঁরাই কংগ্রেসকে বিশেষত্বহীন দলে পরিণত করেছেন। কংগ্রেস প্রাসঙ্গিতকা হারাচ্ছে। পাপ্পুর যা ট্র্যাক রেকর্ড, তাতে দল ভবিষ্যতে কোনও নির্বাচনে জয়লাভ করবে, এমন ভাবার কোনও কারণ নেই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















