এক্সপ্লোর
হরিয়ানায় অনুন্নয়নের জন্য কংগ্রেস নেতাদের জুতো মারা উচিত, মন্তব্য বিজেপি সাংসদের

ঝিন্দ: হরিয়ানায় ক্ষমতায় থাকা সত্ত্বেও উন্নয়ন না করার জন্য কংগ্রেস নেতাদের জুতো মারা উচিত। এমনই মন্তব্য করলেন কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ রাজকুমার সাইনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডারও তীব্র সমালোচনা করেছেন রাজকুমার। তাঁর অভিযোগ, রাজ্যে সম্প্রীতির পরিবেশ নষ্ট করে দিয়েছেন হুডা। হরিয়ানার একটি গ্রামে বি আর অম্বেদকরের ১২৬-তম জনম্মদিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। তিনি বলেছেন, ‘কংগ্রেস বেশ কয়েকবার হরিয়ানায় সরকার গঠন করেছে। তারা মানুষকে দরিদ্র করে দিয়েছে। আর এখন বিজেপি যেই ক্ষমতায় এসেছে, কংগ্রেস নেতারা বলছেন, মানুষের জন্য কাজ করছে না সরকার। এই নেতাদের জুতো মারা উচিত।’ সংরক্ষণ নিয়েও রাজকুমার বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর দাবি, একটি সম্প্রদায়ের মানুষের সংখ্যা কত, তার ভিত্তিতেই সংরক্ষণের ব্যবস্থা করা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















