এক্সপ্লোর
ব্রিকস ঘোষণাপত্রে নেই সীমান্তপারের সন্ত্রাসবাদ, মোদী সরকারকে তোপ কংগ্রেসের

নয়াদিল্লি: সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে ঠাঁই পায়নি সীমান্তপারের সন্ত্রাসবাদ। যদিও গোয়ায় ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা,ভারত) সম্মেলনে পাকিস্তান নিয়ে সুর চড়িয়ে সীমান্তপার সন্ত্রাসকেই ব্রিকসের মূল আলোচ্য করে তুলতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শেষপর্যন্ত ঘোষণাপত্রে সার্বিক ভাবে ‘আন্তর্জাতিক জঙ্গিপনার উল্লেখ থাকলেও সীমান্তপারের সন্ত্রাসবাদের উল্লেখ নেই। এই ঘটনায় মোদী সরকারতে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। বিরোধী দলের বক্তব্য, এটা মোদী সরকারের চূড়ান্ত ব্যর্থতা। একইসঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-কে কৃতিত্ব দেওয়ায় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকরেরও তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। প্রতিরক্ষামন্ত্রীকে ‘জাতীয় বিড়ম্বনা’ বলেও তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন, সন্ত্রাস ও পাকিস্তানকে একঘরে করা নিয়ে অনেক কথা বলেছে মোদী সরকার। কিন্তু গোয়া ঘোষণাপত্রে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে পাকিস্তানের নিন্দা করার বিষয়টি অন্তর্ভূক্ত করার ব্যাপারে ব্রিকস-ভুক্ত দেশগুলিকে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার। কংগ্রেস মুখপাত্র বলেছেন, কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ হয়েছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের জন্য আএসএসকে কৃতিত্ব দিয়ে বেড়াচ্ছেন। মণীশ তিওয়ারির দাবি, পর্রিকর প্রতিরক্ষামন্ত্রী থাকার যোগ্য নন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















