এক্সপ্লোর
Advertisement
গুজরাতের ভোটের ফল খতিয়ে দেখতে তিনদিনের চিন্তন শিবির কংগ্রেসের, শুক্রবার যোগ দিচ্ছেন রাহুল
আমদাবাদ: গুজরাত ভোটের ফলে চাঙ্গা কংগ্রেস চিন্তন শিবির বসিয়ে বিশ্লেষণ প্রক্রিয়া শুরু করে দিল। তিনদিনের এই আত্মসমীক্ষা শিবিরে রাজ্যের জেলা ধরে ধরে দলের পারফরম্যান্স আলোচনা হবে। ২০১৯-এর লোকসভা ভোটের আগে কী রোডম্যাপ হবে দলের, কথা হবে সে ব্যাপারেও। গুজরাত কংগ্রেস সভাপতি ভারতসিন সোলাঙ্কি এ কথা জানিয়েছেন।
এবার কংগ্রেস ক্ষমতা দখল করতে না পারলেও গতবারের ৬১ থেকে তাদের আসন বেড়ে হয়েছে ৭৭। কংগ্রেসের শরিক ভারতীয় ট্রাইবাল পার্টি দুটি আসন পেয়েছে। তাদের সমর্থনে জিতেছেন নির্দল দলিত নেতা জিগনেশ মেবানি। সব মিলিয়ে ১৮২ সদস্যের গুজরাত বিধানসভায় কংগ্রেস জোটের আসন ৮০টি, সংখ্যাগরিষ্ঠতা থেকে ১২টি কম। গ্রামীণ গুজরাতে ভাল ফল করেছে কংগ্রেস। ৯৯টি আসন পেয়ে ফের সরকার গড়ছে বিজেপি। তাদের আসন আগে ছিল ১১৫টি।
মেহসানার এক রিসর্টে চিন্তন শিবির চলছে কংগ্রেসের। শুক্রবার তৃতীয় ও শেষদিন শিবির আমদাবাদে উঠে আসবে বলে জানান সোলাঙ্কি। সেদিন শিবিরে থাকবেন, দলীয় কর্মীদের সামনে ভাষণও দেবেন রাহুল গাঁধী। সোলাঙ্কি জানান, দলের ফল আলোচনার পাশাপাশি আগামী লোকসভা ভোট মাথায় রেখে কংগ্রেস সংগঠন চাঙ্গা করা, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য রোডম্যাপ ঠিক করতেই শিবির হচ্ছে।
কংগ্রেস সাধারণ সম্পাদক ও গুজরাত ভোটে দলের ইন-চার্জ অশোক গেহলত দলের ফলে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিমত, আসন ও প্রচার, দুই মাপকাঠিতেই কংগ্রেস দারুণ ফল করেছে। সরকার গড়তে না পারলেও আমরা এই বার্তা দিতে পেরেছি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের নিজের রাজ্যে কংগ্রেস বিজেপির কালঘাম ছুটিয়ে দিয়েছে। পাশাপাশি চিন্তন শিবিরে যোগ দেওয়া নেতাটি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীদের নামিয়ে বিজেপি যেভাবে প্রচার চালিয়েছে, খোদ প্রধানমন্ত্রী নিজে আবেগে সুড়সুড়ি দিয়ে প্রচার করেছেন, ওরা ভোটে যেভাবে সরকারি প্রচারযন্ত্রের অপব্যবহার করেছে, সর্বোপরি নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যেই আমরা চমত্কার ফল করেছি।
কচ্ছের মান্ডবি থেকে পরাজিত দলের বড় নেতা শক্তিসিন গোহিল বলেন, সামান্য ব্যবধানে হারা ১৬টি আসনে জিতে গেলে আমরাই সরকার গড়তাম। ১৯৮৫ সালে গুজরাতে সরকার গড়ার পর এক সময় কংগ্রেসের শক্তি কমে ৩২-এ ঠেকেছিল। এবার মানুষ বিপুল সমর্থন করেছেন কংগ্রেসকে, আমাদের আসন বেড়েছে। ১৯৯০-এর পর এই প্রথম বিজেপির আসন দুই অঙ্কের ঘরে নেমেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement