কুলভূষণ: আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশ না মানলে ফল ভুগতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি কংগ্রেসের
নয়াদিল্লি: কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশ না মানলে পাকিস্তানকে ফল ভুগতে হবে। সোমবার এমনই জানাল কংগ্রেস।
পাক সামরিক আদালতের জারি করা ভারতের প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণের মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক ন্যায় আদালত।
সেই নির্দেশ আসা ইস্তক, যাদবের ওপর নিজেদের অবস্থান কঠোর করেছে পাকিস্তান। একদিকে, তারা যেমন এই মামলার পুনরায় শুনানির জন্য আইসিজে-তে আবেদন করেছে। অন্যদিকে, খোদ আন্তর্জাতিক ন্যায় আদালতের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে।
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ-বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানিয়ে দিয়েছেন, কুলভূষণের ক্ষেত্রে দেশের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ-ও জানান, আইসিজে কুলভূষণের মৃত্যুদণ্ড খারিজ করতে পারে না।
এই প্রসঙ্গে, সোমবার কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা জানান, কুলভূষণের ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের নির্দেশকে মান্যতা দিতে হবে পাকিস্তানকে।
তিনি বলেন, পাকিস্তাব যদি আইসিজে-র নির্দেশ না মানে, তাহলে তার ফল ভুগতে হবে। শুধুমাত্র রাষ্ট্রসংঘ বা নিরাপত্তা পরিষদ নয়, গোটা বিশ্বে।
সুরজেওয়ালা মনে করিয়ে দেন, ভারত দুর্বল রাষ্ট্র নয়। তাঁর হুঁশিয়ারি, পাকিস্তান যদি আইসিজে-র নির্দেশ অমান্য করে, তাহলে ভারত চুপ বসে থাকবে না।
তবে, এর পাশাপাশি মোদী সরকারের তীব্র সমালোচনাও করেন সুরজেওয়ালা। তাঁর মতে, জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মোদী প্রশাসন।
তিনি বলেন, মোদী সরকারের আমলে পাকিস্তান ১৪০০ বার কাশ্মীরে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে। প্রায়ই ভারতীয় জওয়ানদের দেহ বিকৃত করা হচ্ছে। সাধারণ নাগরিকদের ওপর হামলা হচ্ছে। জঙ্গিরা এদেশে ঢুকছে।