এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে মায়াবতীর বসপা-র হাত ধরছে কংগ্রেস
নয়াদিল্লি: আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বসপা) হাত ধরছে কংগ্রেস। এ ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছেন রাহুল গাঁধী। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি মধ্যপ্রদেশ থেকে ২০১৯ এর লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়া বাস্তবে শুরু হয়ে গেল?
শনিবার কংগ্রেস সভাপতি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের দলীয় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানে নির্বাচনী জোট নিয়ে আলোচনা হয়।
মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র দীপক ভাবরিয়া বলেন, রাজ্যে বসপার সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ার ব্যাপারে কথাবার্তা সন্তোষজনক পথে এগচ্ছে। আসন রফার সূত্র এখনও গোপন রয়েছে। মিডিয়ার সামনে এখনই কিছু বলব না। সূত্র চূড়ান্ত হলেই জানানো হবে।
মধ্যপ্রদেশে ২০১৩-র বিধানসভা নির্বাচনে বসপা ৪টি আসন জিতেছিল, ও ৬ শতাংশ ভোট পেয়েছিল। অন্তত এক ডজন আসনে তারা ছিল দ্বিতীয় স্থানে। সম্ভবত মায়াবতীর দলের এই শক্তির কথা মাথায় রেখেই রাজ্যে তাদের সঙ্গে বোঝাপড়ায় সিলমোহর দিলেন রাহুল। বসপা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ৪ শতাংশ ভোট পেয়েছিল।
We are capable of defeating BJP on all seats in Rajasthan. There were no talks of alliance with any specific party, however, in our meeting with Rahul Ji we gave him perspective of circumstances under which polls will take place: Sachin Pilot, on possibility of alliance with BSP pic.twitter.com/9Zumk6y3US
— ANI (@ANI) July 14, 2018
ভোটমুখী অপর রাজ্য রাজস্থানেও মায়াবতীর দলের ভালই ভোট রয়েছে। চার বছর আগে লোকসভা নির্বাচনে রাজস্থানে তারা পেয়েছিল ২ শতাংশ ভোট, ২০১৩-র বিধানসভা ভোটে পেয়েছিল ৩ শতাংশ ভোট।
তবে মধ্যপ্রদেশে মায়াবতীর সঙ্গে বোঝাপড়ার পক্ষে রাজ্য কংগ্রেস নেতাদের সায় থাকলেও রাজস্থানে বসপা-কংগ্রেস বোঝাপড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পায়লটের বক্তব্য, আমরা সব আসনে বিজেপিকে হারানোর ক্ষমতা রাখি। বিশেষ কোনও দলের সঙ্গে আঁতাতের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়নি। রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে আমরা যেসব ইস্যু, প্রেক্ষাপটে রাজ্যে ভোট হবে, সেগুলির কথা বলেছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement