Weather Update: এক ধাক্কায় নামল পারদ, আজ মরশুমের শীতলতম দিন
Winter Forecast: অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এক ধাক্কায় ২ ডিগ্রিরও বেশি নামল পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। চলতি মরশুমের আজ শীতলতম দিন।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল আগামী ৩ দিনে নামবে পারদ। সেই অনুযায়ী বৃহস্পতিবার স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে নামল পারদ। সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রি নিচে নামতে পারে পারদ। পাশাপাশি পশ্চিমের জেলায় দশ ডিগ্রি বা তার নীচে থাকবে তাপমাত্রা। এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরও নেমেছে পারদ। আপাতত শুকনোই থাকবে আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা, বেলা বাড়লে পরিষ্কার আকাশ। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী।
আগামী কয়েকদিনের আবহাওয়া
| 7 Day's Forecast | ||||
| Date | Min Temp | Max Temp | Weather | |
| 12-Dec | 13.0 | 25.0 | Mainly Clear sky | |
| 13-Dec | 13.0 | 25.0 | Mainly Clear sky | |
| 14-Dec | 13.0 | 25.0 | Mainly Clear sky | |
| 15-Dec | 13.0 | 25.0 | Mainly Clear sky | |
| 16-Dec | 14.0 | 25.0 | Mainly Clear sky | |
| 17-Dec | 14.0 | 25.0 | Mainly Clear sky | |
| 18-Dec | 14.0 | 25.0 | Mainly Clear sky | |
ঘন কুয়াশার সতর্কবার্তা তিন জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা।
কুয়াশার সতর্কতা দার্জিলিং সহ উত্তরবঙ্গে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। পাঁচ জেলাতে ঘন কুয়াশা। বাকি তিন জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়। ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















