এক্সপ্লোর
Advertisement
রাহুলের চোখ টেপা পছন্দ হয়নি, ‘আপনার নম্বর কাটা গিয়েছে’, সর্বসমক্ষে বললেন এই কংগ্রেস নেতা
নয়াদিল্লি: সংসদের অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় কংগ্রেস অধ্যক্ষ রাহুল গাঁধীর চোখ টেপা নিয়ে দলের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে অসন্তোষের সুর। রবিবার কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলেরই এক নেতা বিষয়টি তুলে খোদ রাহুলের সমালোচনা করেছেন।
অনাস্থা প্রস্তাবের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকসভাতেই আলিঙ্গন করে চর্চার বিষয় হয়ে উঠেছিলেন রাহুল। কিন্তু নিজের আসনে বসেই আর এক কংগ্রেস নেতার দিকে চেয়ে চোখ টেপেন তিনি। সোশ্যাল মিডিয়া তো বটেই, রাজনৈতিক মহলও তাঁর ওই কাজ ভাল চোখে দেখেনি। আরজেডির জাতীয় মুখপাত্র এ নিয়ে সমালোচনা করায় লালুপ্রসাদ যাদবের দল বহিষ্কার করেছে তাঁকে। কিন্তু এবার ওড়িশা কংগ্রেস অধ্যক্ষ নিরঞ্জন পট্টনায়ক খোলাখুলি তাঁর সমালোচনা করলেন।
জানা গিয়েছে, রবিবার কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠকে নিরঞ্জন প্রসঙ্গটি তুলে বলেন, ‘চোখ মারার’ জন্য রাহুলের নম্বর কাটা গিয়েছে। অনাস্থা প্রস্তাব চলাকালীন বক্তৃতা ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার জন্য তিনি একশোয় একশো পেয়েছিলেন। কিন্তু তারপরেই চোখ টিপে ২ নম্বর খুইয়েছেন তিনি। বৈঠকে সনিয়া গাঁধী সহ ২০০-র বেশি কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন। ছিলেন রাহুলও। তিনি অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি, শোনা গিয়েছে, নিরঞ্জনের কথা শুনে তিনি হাসছিলেন।
নিরঞ্জন নিজে এবিপি আনন্দের কাছে স্বীকার করে নিয়েছেন নম্বর কাটা যাওয়ার কথা বলার খবর। তবে তাঁর বক্তব্য, রাহুলের তিনি প্রশংসাই করেছেন, কোনও ছাত্রই তো আর একশোয় একশো পায় না। তাঁর বক্তৃতাকে ১০০-য় ৯৮ দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement