এক্সপ্লোর
Advertisement
রাহুল গাঁধীর পর কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড, পোস্ট করা হচ্ছে অবমাননাকর টুইট
নয়াদিল্লি: প্রথমে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তারপর হ্যাকারদের কবলে দলের অফিসিয়াল টুইটার পেজও। শুধু অ্যাকাউন্ট হ্যাক করেই থেমে থাকেনি হ্যাকাররা, কংগ্রেসের টুইটার পেজে বিভিন্ন অবমাননাকর টুইটও পোস্ট করেছে তারা।
প্রসঙ্গত, গতকাল রাতেই রাহুলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেখানে তাঁর টুইটার পেজেও একাধিক অশ্লীল বার্তা টুইট করা হয়। গতকাল সন্ধেবেলা অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার পর, রাত সাড়ে আটটার মধ্যে বেশ কয়েকটি অবমাননাকর টুইট রাহুল গাঁধী হয়ে করা হয়। সেখানে বলা হয়, 'আমার পরিবারের বেশিরভাগ মানুষই দুর্নীতিগ্রস্থ'। সেটা নজরে পড়ার সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হলেও, সঙ্গে সঙ্গে আবার অপর একটি টুইট করে হ্যাকাররা। শুধু টুইট নয়, হ্যাকাররা কংগ্রেস সহ সভাপতির প্রোফাইল ছবিও সরিয়ে দেয় অ্যাকাউন্ট থেকে। এছাড়া অ্যাকাউন্টের নাম @officeOfRG থেকে বদলে অন্য নাম দেওয়া হয়। আপাতত হ্যাকারদের কবল থেকে মুক্ত রাহুল গাঁধীর অ্যাকাউন্ট, কিন্তু কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজ নিয়ে এখন অস্তস্তিতে জাতীয় দলের নেতা-মন্ত্রীরা। তবে সেটাও হ্যাকারদের কবল থেকে মুক্ত করার চেষ্টা করছে সাইবার বিশেষজ্ঞরা।To every one of you haters out there. I love all of you. You're beautiful. Your hatred just doesn't let you see it yet
— Office of RG (@OfficeOfRG) December 1, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement