এক্সপ্লোর
Advertisement
'ভ্যাকসিন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে', অখিলেশের পাশে দাঁড়িয়ে মন্তব্য কংগ্রেস নেতা রশিদ আলভির
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর ওই মন্তব্যেই সায় দিল কংগ্রেস। দলের নেতা রশিদ আলভি বলেছেন, অখিলেশের এই মন্তব্যকে উড়িয়ে দেওয়া যায় না। ভ্যাকসিন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য, গতকাল সমাজবাদী পার্টি নেতা অখিলেশ বলেছিলেন যে, তিনি বিজেপির ভ্যাকসিন নেবেন না।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর ওই মন্তব্যেই সায় দিল কংগ্রেস। দলের নেতা রশিদ আলভি বলেছেন, অখিলেশের এই মন্তব্যকে উড়িয়ে দেওয়া যায় না। ভ্যাকসিন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য, গতকাল সমাজবাদী পার্টি নেতা অখিলেশ বলেছিলেন যে, তিনি বিজেপির ভ্যাকসিন নেবেন না।
এদিন কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, যেভাবে কেন্দ্রীয় সরকার সিবিআই, আইবি, ইডি, ইনকাম ট্যাক্স বিভাগকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে, তাতে অখিলেশ যে মন্তব্য করেছেন, তা উড়িয়ে দেওয়া যায়।
একইসঙ্গে আলভি বলেছেন যে, কোভিড ১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণ মানুষের কোনও বিপদ নেই। কিন্তু বিরোধী নেতাদের এ নিয়ে সংশয় থাকবে।
এর কারণ হিসেবে আলভি বলেচেন, কেননা, সরকার এমন লোকেদের হাতে রয়েছে, যাঁরা দেশের বিরোধীদের হয় জেলে রাখতে চান বা তাঁদের রাজনীতি খতম করতে চান। এ জন্য অখিলেশের এই মন্তব্য উড়িয়ে দেওয়া যায় না।
উল্লেখ্য, গতকাল অখিলেশ বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন যে, সরকার তো হাততালি ও থালা বাজিয়ে করোনার মোকাবিলা করতে চেয়েছিল। এখন করোনা ভ্যাকসিনের জন্য এখন কোল্ড-চেন রেফ্রিজারেটর গড়ে তুলছে কেন?
অখিলেশ বলেছিলেন, আমি এখনওই করোনাভাইরাস ভ্যাকসিন নেবো না। আমি বিজেপির ভ্যাকসিনে কীভাবে ভরসা করতে পারি। আমাদের সরকার হলে সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে। আমি বিজেপির ভ্যাকসিন নিতে পারি না।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করে অখিলেশ বলেন, বিরোধীদের কর্মসূচী ও কার্যকলাপ নিয়ন্ত্রিত ও বন্ধ করতে সরকার অতিমারীকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
অখিলেশের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অখিলেশের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন অনুরাগ ঠাকুর।অন্যদিকে, মৌর্য বলেছেন, এভাবে দেশের চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করছেন সমাজবাদী পার্টি নেতা। অখিলেশ ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন বলেও তাঁদের অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement