এক্সপ্লোর
Advertisement
মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কনরাড সাংমা
শিলং: এবার মেঘালয়েও সরকার গড়ল এনডিএ। রাজ্যে কংগ্রেসের ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে সরকারিভাবে ক্ষমতা দখল করল বিজেপির সমর্থন পাওয়া এনপিপি। প্রাক্তন লোকসভা অধ্যক্ষ পি এ সাংমার ছেলে এনপিপি সভাপতি কনরাড সাংমা আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।
মেঘালয়ে সব থেকে বেশি আসন পেলেও সরকার গড়ার দৌড়ে পিছিয়ে পড়ে কংগ্রেস। স্থানীয় দল ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি দাবি করে, তাদের সঙ্গে ৩৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। এরপরই রাজ্যপাল গঙ্গা প্রসাদ তাদের সরকার গড়তে আমন্ত্রণ করেন।
রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও বিজেপি সভাপতি অমিত শাহ। এছাড়াও ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল ও মেঘালয়ে বিজেপির সরকার গড়ার কুশীলব অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মেঘালয়ে কংগ্রেস ৫৯টির মধ্যে ২১টি আসন পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০টি আসন কম ছিল তাদের। আবার ঠিক পিছনেই ছিল এনপিপি, তারা পায় ১৯টি আসন। বিজেপি পায় ২টি। শনিবারই বিজেপি প্রস্তাব দেয়, এনপিপি ও ৬টি আসন জেতা ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি বা ইউডিপি হাত মিলিয়ে রাজ্যে অকংগ্রেসি সরকার গঠন করুক। এরপর ইউডিপি ছাড়াও এনপিপি সমর্থন পায় ৪টি আসন পাওয়া পিডিএফ, ২টি করে আসন পাওয়া এইচএসপিডিপি আর বিজেপি ও এক নির্দল প্রার্থীর কাছ থেকে।
ফলে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার পরেও মেঘালয়ও কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement