এক্সপ্লোর
হাসপাতালের স্পেশাল সেলে সরানো হল কেরলের বিতর্কিত গডম্যানকে

তিরুঅনন্তপুরম: সরকারি মেডিক্যাল কলেজের বিশেষ সেলে সরিয়ে নিয়ে যাওয়া হল কেরলের বিতর্কিত গডম্যান গঙ্গেশানন্দ তীর্থপদ ওরফে হরিস্বামীকে। দু দিন আগেই ধর্ষণ করার অভিযোগে এক তরুণী এই স্বঘোষিত সন্ন্যাসীর যৌনাঙ্গ কেটে দেন। এরপর থেকেই হাসপাতালে ভর্তি হরিস্বামী। তাঁকে ৩ জুন পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, জরুরি অস্ত্রোপচারের পর সেরে উঠছেন এই বিতর্কিত গডম্যান। যে তরুণী হরিস্বামীর যৌনাঙ্গ কেটে দিয়েছেন, তিনি আইনের ছাত্রী। তাঁর অভিযোগ, গত ৬ বছর ধরে তাঁকে ধর্ষণ করছিলেন এই গডম্যান। শেষে বাধ্য হয়ে তিনি চরম পথ নিয়েছেন। গত শুক্রবার রাতে ফের ধর্ষণের চেষ্টা করলে ছুরি দিয়ে হরিস্বামীর যৌনাঙ্গ কেটে দেন তিনি। এই তরুণীকে রাজ্য সরকার পরিচালিত নির্ভয়া হোমে রাখা হয়েছে। তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার স্পর্জন কুমার জানিয়েছেন, ওই তরুণীর পরিবারের বাবা-মা অভিযোগ করেছেন, কয়েক লক্ষ টাকার প্রতারণা করেছেন। তবে তাঁরা এখনও লিখিত অভিযোগ করেননি। হরিস্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















