ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডারে ৪.৫০ টাকা, মহার্ঘ বিমানের জ্বালানিও
নয়াদিল্লি: ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ১৪.৫ কেজি সিলিন্ডারের মূল্য ৪.৫০ টাকা বাড়ানো হয়েছে। এই নিয়ে ২০১৬ সালের জুলাই মাস থেকে ১৯ বার দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের। একইসঙ্গে বেড়েছে বিমানের জ্বালানিও।
আগামী বছরের মার্চ মাসের মধ্যে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করতে গত বছর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই অনুযায়ী, গত বছরের জুলাই মাস থেকে গৃহস্থ ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম প্রতিমাসে ১.৫০ টাকা হারে বাড়ানো হবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় পেট্রোমন্ত্রক।
কিন্তু, পরে চলতি বছরের মে মাসে এই বৃদ্ধির হার বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ প্রতিমাসে ৩ টাকা করা হয়। এরপর গত ৩১ জুলাই সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, সবকটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ভর্তুকির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪ টাকা করে বাড়ানোর।
সেই থেকে প্রতিমাসের ১ তারিখ নতুন বর্ধিত দাম কার্যকর করা হয়ে আসছে। এদিন দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার-প্রতি ৪.৫০ টাকা বেড়ে ৪৯৫.৬৯ টাকা করা হল।
এর আগে, গত ১ অক্টোবর সিলিন্ডারের দাম চার টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে, গত ১ সেপ্টেম্বর সিলিন্ডার প্রতি ৭ টাকা করে বাড়িয়েছিল কেন্দ্র।
প্রতিমাসে দাম বাড়ার নিয়ম চালু হওয়ার আগে ২০১৬ সালের জুন মাসে ভর্তুকির রান্নার গ্যাসের দাম ছিল ৪১৯ টাক। সেই থেকে এখনও পর্যন্ত ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ৭৪ টাকা।
পাশাপাশি, ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে সিলিন্ডার প্রতি ৯৩ টাকা। এর ফলে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ৭৪২ টাকা। এর আগে ১ অক্টোবর বাড়ানো হয়েছিল ১.৫০ টাকা। গত ১ সেপ্টেম্বর এই দাম একধাক্কায় ৭৩.৫০ টাকা বাড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, প্রত্যেক পরিবার বছরে ১২টি করে ভর্তুকির রান্নার গ্যাস পেতে পারেন। এর বেশি প্রয়োজন হলে, বাজার দরে ভর্তুকিহীন রান্নার গ্যাস কিনতে হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ভর্তুকিপ্রাপ্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাস গ্রাহকের সংখ্যা যথাক্রমে ১৮.১১ কোটি এবং ২.৬৬ কোটি।
অন্যদিকে, বৃদ্ধি পেয়েছে বিমানের জ্বালানি এভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ)-এর দামও। দিল্লিতে এই জ্বালানির নতুন মূল্য হল কিলোলিটার প্রতি ৫৪,১৪৩ টাকা। আগে এই দাম ছিল ৫৩,০৪৫ টাকা। অর্থাৎ, বৃদ্ধির পরিমাণ কিলোলিটার প্রতি ১,০৯৮ টাকা বা ২ শতাংশ।
এর আগে, গত ১ অক্টোবর এই জ্বালানির দাম ৬ শতাংশ (কিলোলিটার প্রতি ৩,০২৫ টাকা) বাড়ানো হয়েছিল। এই নিয়ে টানা চারমাস এটিএফ-এর দাম বৃদ্ধি পেল।