এক্সপ্লোর
Advertisement
বিধবা মহিলা ও তাঁর মেয়েকে তিন সপ্তাহ ধরে ধর্ষণ, ভিডিও ক্লিপ দেখিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার পুলিশের ছেলে
গুরগাঁও: মানেসরে শিশুকন্যাকে খুন করে ২৩ বছরের তরুণীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে গুরগাঁও-য়ে ফের ধর্ষণের অভিযোগ। এক বিধবা মহিলা ও তাঁর কন্যাকে তিন সপ্তাহ ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশের এক সাব ইন্সপেক্টরের ২২ বছরের ছেলে।
জানা গেছে, অভিযুক্তর সঙ্গে প্রায় ২৫ দিন আগে ৩৫ বছরের নির্যাতিতা মহিলার পরিচয় হয় গুরগাঁও-য়ের রাজেন্দ্র পার্ক এলাকার একটি বাজারে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মহিলা জানিয়েছেন, আলাপ হওয়ার পর তিনি তাঁর বাড়ির ঠিকানা ও মোবাইল নম্বর অভিযুক্ত আশিষ কুমারকে দেন। আশিষ সম্পর্কে প্রথমে তাঁর কোনও সন্দেহই হয়নি। সেই সুযোগে দিল্লির গোরখপুর এলাকার অমর কলোনির বাসিন্দা আশিষ তাঁর বাড়িতে যাতায়াত শুরু করে।
উত্তরাখণ্ডের ওই মহিলার স্বামী বছর খানেক আগে মারা গিয়েছেন। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। বাড়িতে রয়েছে ১৫ বছরের মেয়ে ও ১১ বছরের ছেলে।
মহিলার অভিযোগ, বাড়িতে যাতায়াতের সুযোগ নিয়ে আশিষ তাঁকে ধর্ষণ করে। এরপর তাঁর মেয়েকেও ধর্ষণ করে বিএ ফাইনাল ইয়ারের ছাত্র আশিষ। ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ডিং করে আশিষ ব্ল্যাকমেল করতে শুরু করে। ঘটনার কথা কাউকে জানালে ভিডিও ক্লিপিং ফাঁস করার হুমকি দেয় সে।
মেয়ের দিকে আশিষের নজর পড়ায় শেষপর্যন্ত মরিয়া হয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা। পুলিশ মহিলার বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১০ টি ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক হুমকি) ও পকসো আইনের ৪ ও ১২ নম্বর ধারায় মামলা রুজু করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement