এক্সপ্লোর
Advertisement
লকডাউন: সুরাতে ভিন রাজ্যের শ্রমিকদের রাস্তায় নেমে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এর মেয়াদ আগামী ১৪ এপ্রিল সম্পূর্ণ হবে। লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে। লকডাউনের জেরে যাঁরা সবচেয়ে সমস্যায় পড়েছেন,তাঁদের মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা।
নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এর মেয়াদ আগামী ১৪ এপ্রিল সম্পূর্ণ হবে। লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে। লকডাউনের জেরে যাঁরা সবচেয়ে সমস্যায় পড়েছেন,তাঁদের মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। পেটের খাবার ও রোজগার- লকডাউনে তাঁদের পক্ষে সমস্যাসঙ্কুল হয়ে উঠেছে। এবার লকডাউনের মধ্যে গুজরাতের সুরাতে কাপড়ের শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়লেন। বেতন ও খাবার না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা গেছে, সুরাতে লকডাউনে সমস্যায় পড়া কয়েকশ শ্রমিক শুক্রবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা তাঁদের বাড়িতে পাঠানোর দাবি জানান। উত্তেজিত শ্রমিকরা কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালান, অগ্নিসংযোগও করেন। পুলিশ তাঁদের হঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সুরাতের লসকানা এলাকায় এই ঘটনা ঘটে। রাস্তায় নেমে শ্রমিকরা তাঁদের বাড়িতে পাঠানোর সুবন্দোবস্ত ও বকেয়া পাওনা দ্রুত চোকানোর দাবি জানান।
লকডাউন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে, না হবে না, তা নিয়ে এই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের আগের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সংক্রমণ রুখতে গৃহীত নিষেধাজ্ঞা তড়িঘড়ি তুলে নিলে তাঁর পরিণতি ভালো হবে না।No they are not Tablighi's, but migrant workers in PM Modi's home state Gujarat asking for permission to go their native states. No screening, No tests. But blame only MUSLIMS to hide your failures! pic.twitter.com/hB3B3igsym
— Salman Nizami (@SalmanNizami_) April 10, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement