এক্সপ্লোর
এবার তামিলনাড়ুতে মৃত্যু করোনা আক্রান্ত প্রৌঢ়ের
বিজয়বাসকর জাানিয়েছেন, তামিলনাড়ুর রাজাজি হাসপাতালে ৫৪ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট, অনিয়ন্ত্রিত ডায়েবেটিস ও হাইপেরটেনশনে ভুগছিলেন তিনি।

চেন্নাই: এবার তামিলনাড়ুতে মৃত্য এক করোনাভাইরাস আক্রান্তের। বুধবার ভোরে রাজ্যের তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়বাসককর ট্যুইট করে রাজ্যের একটি হাসপাতালে চিকিত্সাধীন করোনা রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন। এই নিয়ে ভারতে নোভেল করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১১। বিজয়বাসকর জাানিয়েছেন, তামিলনাড়ুর রাজাজি হাসপাতালে ৫৪ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট, অনিয়ন্ত্রিত ডায়েবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন তিনি। এর আগে মন্ত্রী জানিয়েছিলেন যে, রাজ্যে নতুন করে তিনজন কোভিড-১৯- আক্রান্ত হয়েছেন এবং তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। বাসকর ট্যুইট করে জানিয়েছিলেন যে, চেন্নাইতে নতুন তিনজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। ৬৫ বছরের এক বৃদ্ধ নিউজিল্যান্ড থেকে ফিরেছিলেন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৫ বছরের এক প্রৌঢ়া ভর্তি কিলপক মেডিক্যাল কলেজে। ২৫ বছরের লন্ডন ফেরত এক যুবককে রাজীব গাঁধী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সারা দেশে আরও ৫০ জনের করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে ভারতে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৫৬০। বুধবার তামিলনাড়ুতে এক ব্যক্তির মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১১। মঙ্গলবার তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ১৮।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















