এক্সপ্লোর
সরোগেসির মাধ্যমে বাবা হওয়ার জন্য কর্ণ জোহরকে বেনজির আক্রমণ আবু আজমির

মুম্বই: বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে নিজেকে বিতর্কে জড়িয়েছেন আবু আজমি। এবার সমাজবাদী পার্টি (সপা)-র মুম্বই শাখার নেতা আজমি এবার নিশানা করলেন বলিউডের বিখ্যাত পরিচালক কর্ণ জোহরকে। কয়েকদিন আলেই সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন কর্ণ। দুই সন্তানের নাম রেখেছেন রুহি ও যশ। এই ঘটনা নিয়েই কর্ণকে নিশানা করলেন আবু আজমি। তিনি বলেছেন, তাঁর বয়স হয়েছে। তিনি কী বিয়ে করতে পারেন না? যদি কোনও অসুখ থাকে তা হলে সন্তান দত্তক নিন। সরোগেসির নাটক করার মানে কী? আজমি আরও বলেছেন, সিনেমা জগতে তো অনেক মহিলা রয়েছেন। তাঁদেরই একজন কাউকে বিয়ে করতে পারতেন কর্ণ। কোনও অসহায় শিশুকে দত্তক নিতে পারতেন। আজমির এই দু্র্ভাগ্যজনক মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কর্ণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















