৩১টি উপগ্রহ নিয়ে শুক্রবার মহাকাশে পাড়ি দেবে ইসরোর পিএসএলভি-সি৩৮ রকেট
চেন্নাই: শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে কার্টোস্যাট-২ সিরিজের উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর প্রধান রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৩৮)।
এদিন ইসরোর তরফে জানানো হয়েছে, ৭১২ কেজির কার্টোস্যাট-২ উপগ্রহটি মূলত রিমোট-সেন্সিং স্যাটেলাইট যা আর্থ অবজাপভেশনের কাজে লাগবে। এর পাশাপাশি, মোট ২৪৩ কেজি ওজনের আরও ৩০টি বিদেশি ছোট উপগ্রহ একসঙ্গে পাড়ি দেবে মহাকাশে। সব মিলিয়ে আগামীকাল পিএসএলভি-র কাঁধে চেপে যে ৩১ উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে, সেগুলির মোট ভর প্রায় ৯৫৫ কেজি।
ইসরো সূত্রে খবর, আগামীকাল মোট ১৪টি দেশের ২৯টি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এর মধ্যে রয়েছে—অস্ট্রিয়া, বেলজিয়াম, চিলি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, লাতভিয়া, লিথুয়ানিয়া, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি, ভারতের একটি ন্যানো স্যাটেলাইটও পাড়ি দেবে।
জানা গিয়েছে, আগামীকাল সকাল ৯টা ২০ মিনিট নাগাদ সতীশ ধবন স্পেস সেন্টারের প্রথম লঞ্চপ্যাড থেকে পিএসএলভি-সি৩৮ রকেট উৎক্ষেপণ করা হবে। এই নিয়ে পিএসএলভি-র এটি ৪০তম উৎক্ষেপণ হবে। বৃহস্পতিবার উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়েছে। এই প্রেক্ষিতে ইসরোর বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান কিরণ কুমার।