এক্সপ্লোর
Advertisement
দেশে ধর্মনিরপেক্ষতা বিপন্ন, দাবি মীরা কুমারের
শিলঙ: দেশে ধর্মনিরপেক্ষতা বিপদগ্রস্ত বলে দাবি করলেন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মীরা কুমার। তাঁর মতে, কে কী খাবে, কী দেখবে, কীভাবে জীবনযাপন করবে তার ভিত্তিতে দেশের মানুষকে সাম্প্রদায়িক করে তোলার চেষ্টা চলছে। যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা উচিত নয়। বরং সম্প্রীতি রক্ষার উদ্যোগ নেওয়া উচিত।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে মেঘালয়ের শিলঙে গিয়েছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার। সেখানে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করা জরুরি হয়ে গিয়েছে। কারণ, দেশের বর্তমান পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষতা হুমকির মুখে পড়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ন্যায়বিচার, সবাইকে সামিল করা এবং স্বচ্ছতা আজ চ্যালেঞ্জের মুখে। এর বিরুদ্ধেই আমার লড়াই। দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে। উন্নয়ন, আধুনিকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ইতিহাস তৈরি করতে হবে।’
ধর্মনিরপেক্ষতা বিপন্ন হওয়ার জন্য নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মীরা। তাঁর দাবি, সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা এবং সরকারের উপর কর্তৃত্ব থাকা সত্ত্বেও এনডিএ নেতারা ধর্মীয় হিংসার ঘটনাগুলি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। তাঁরা শুধু বক্তব্য পেশ করছেন। বাস্তবে কোনও প্রভাব দেখা যাচ্ছে না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সময় বিধায়কদের অন্তরাত্মার কথা শোনা উচিত। নীতি ও আদর্শের ভিত্তিতেই তাঁদের ভোট দেওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement