দেশেই তৈরি হবে করোনা ভ্যাকসিন, ভারত বায়োটেকের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইসিএমআর
করোনার ভ্যাকসিন তৈরিতে সদর্থক ভূমিকা নিল আইসিএমআর।
নয়াদিল্লি: সংক্রমণ বাড়ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, আগামী জুন, জুলাইয়ে দেশে করোনা সংক্রমণ হবে সর্বোচ্চ। এই মুহূর্তে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের ওপরে। মৃত্যু হয়েছে ২ হাজার ১০৯ জনের। গবেষকদের অনেকে দাবি করছেন, জুলাইয়ের মধ্যেই ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে। আর সেটা হলে মৃত্যু মিছিলও বাড়বে। এই পরিস্থিতি এতোদিন ভারত তাকিয়ে ছিল বিদেশেরে একাধিক চিকিৎসার ওপরে। তবে এবার নিজেরাই করোনার ভ্যাকসিন তৈরিতে সদর্থক ভূমিকা নিল আইসিএমআর।
ট্যুইটে ভারতের সর্বোচ্চ মেডিক্যাল সংস্থা জানিয়েছে, “আইসিএমআর ভারত বায়োটেকের সঙ্গে পার্টনারশিপে কোভিড-১৯-এর দেশীয় ভ্যাকসিন তৈরি করবে।”
.@ICMRDELHI has transferred the #Covid_19 strain isolated at @icmr_niv to @bharatbiotech. We will be partnering with them to develop an indigenous #Covid_19 vaccine!#icmrfightscovid19 #IndiaFightsCoronavirus @MoHFW_INDIA #MakeInIndia pic.twitter.com/Q73JZsU30f
— ICMR (@ICMRDELHI) May 9, 2020
এখন পর্যন্তও গোটা বিশ্বে করোনার প্রতিরোধক হিসেবে অন্তত একশোটি পরীক্ষার কথা সামনে এসেছে। যার মধ্যে মাত্র দশটি ক্ষেত্রেই চিকিৎসকরা ভ্যাকসিন তৈরির কাজে এগোতে পেরেছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ট্যুইট করে জানিয়ে দিল, দেশেই তৈরি হবে করোনার ভ্যাকসিন। ভারত বায়োটেকের সহযোগিতায় তৈরি হবে কোভিড-১৯-এর প্রতিষেধক।