এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস : ভারতে রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের পরীক্ষায় মিলল ছাড়পত্র
শেষপর্যন্ত ভারতে রুশ করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের পরীক্ষার অনুমতি দেওয়া হল। এর আগে একবার এই ভ্যাকসিনের ট্রায়ালের আবেদন নাকচ করা হয়। শেষপর্যন্ত ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া ডক্টর রেড্ডিস ল্যাবকে এই ভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষার অনুমতি দিল।
Covid-19 vaccine: শেষপর্যন্ত ভারতে রুশ করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের পরীক্ষার অনুমতি দেওয়া হল। এর আগে একবার এই ভ্যাকসিনের ট্রায়ালের আবেদন নাকচ করা হয়। শেষপর্যন্ত ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া ডক্টর রেড্ডিস ল্যাবকে এই ভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষার অনুমতি দিল।
উল্লেখ্য, রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বেই বিতর্ক হয়েছে। এর পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিসিজিআই প্রথমে ড. রেড্ডিস ল্যাবের প্রস্তাব সম্পর্কে প্রশ্ন তুলেছিল। ডিসিজিআই বলেছিল, রাশিয়ায় খুব কম সংখ্যক জনগোষ্ঠীর ওপর এর পরীক্ষা চালানো হয়েছিল। এ জন্য এর পরীক্ষার অনুমতি নিরাপদ হবে না। এখন অবশ্য সেই ভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষার অনুমতি দেওয়া হল।
গত সেপ্টেম্বর ড. রেড্ডিস ল্যাব ও রাশিয়ার আরডিআইএফ ভারতে স্পুটনিক ফাইভের পরীক্ষার জন্য অংশদারিত্ব করেছিল। কিন্তু ডিসিজিআই তখন এর অনুমতি দেয়নি। উল্লেখ্য, দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত এই ভ্যাকসিনের এক কোটি ডোজ পাবে।
ড. রেড্ডিজ ল্যাবের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর জিবি প্রসাদ বলেছেন, সমগ্র প্রক্রিয়ায় ডিসিজিআই-এর বৈজ্ঞানিক কঠোরতা ও নীতি নির্দেশিকা মেনেই কাজ হবে। পরীক্ষার অনুমোদন একটা বড় পদক্ষেপ। মহামারীর মোকাবিলায় নিরাপদ ও কার্যকরী টিকা নিয়ে আসার ব্যপারে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গত ১১ অগাস্ট রাশিয়া বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং এই ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে, ভ্যাকসিনের একটি ডোজ তাঁর মেয়েকেও দেওয়া হয়েছে। এরপর তাঁর মেয়ের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও দাবি করেছিলেন পুতিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement