এক্সপ্লোর
পলিটব্যুরোয় জোটের পক্ষেই সওয়াল বঙ্গ ব্রিগেডের
![পলিটব্যুরোয় জোটের পক্ষেই সওয়াল বঙ্গ ব্রিগেডের Cpm Politburo Bengal Brigade Bats For Alliance With Congress In Fighting Tmc Sponsored Terrorism পলিটব্যুরোয় জোটের পক্ষেই সওয়াল বঙ্গ ব্রিগেডের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/29202328/yechury-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভোটে জোট। ভোটের পরেও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে একমঞ্চে এসেছে সিপিএম-কংগ্রেস। দিল্লিতে পলিটব্যুরোর বৈঠকেও সেই প্রসঙ্গ তুলেই জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করল বঙ্গ ব্রিগেড। সূত্রের খবর, এক্ষেত্রেও তাঁরা পাশে পেয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে।
রবিবার থেকে দিল্লির এ কে গোপালন ভবনে শুরু হয়েছে সিপিএমের পলিটব্যুরোর বৈঠক। মূল আলোচ্য, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের কাটাছেড়া। তবে তার মধ্যেও মুখ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ফলাফল। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট এবং ভোটের পর সিপিএম-কংগ্রেস যেভাবে জোট বেঁধেছে, তা নিয়ে পলিটব্যুরোর বৈঠকে প্রকাশ কারাটপন্থীদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাঁদের প্রশ্ন,
এই জোট আদৌ কতটা কাজে এল?
সূত্রের খবর, সূর্যকান্ত মিশ্র-সহ বাংলার নেতারা পাল্টা দাবি করেছেন, রাজ্যে অনেক জায়গায় তৃণমূলকে সাহায্য করেছে বিজেপি। এরপরও তৃণমূল পেয়েছে প্রায় ২ কোটি ৪৫ লক্ষ ভোট। আর বাম-কংগ্রেস মিলিয়ে প্রায় ২ কোটি ৭ লক্ষ। জোট বেঁধে না লড়লে এই ফল হত না।
তবে রাজ্যের নেতারা আপাতত অনেক বেশি চিন্তিত ভোট-পরবর্তী হিংসা এবং তার মোকাবিলা নিয়ে। সূত্রের খবর, এদিন পলিটব্যুরো বৈঠকে বাংলার নেতারা বলেন, এই ইস্যুতে কংগ্রেস পাশে থাকলে, তাদের সঙ্গে নিয়েই এগোনো উচিত।
সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এ বিষয়ে বঙ্গ-ব্রিগেডের পাশে দাঁড়িয়েছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এদিন দিল্লিতে সিপিআইয়ের জাতীয় কর্মসমিতির বৈঠকেও ভোট-পরবর্তী হিংসা নিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূলের তীব্র সমালোচনা করেছে সিপিআই শীর্ষনেতৃত্ব।
১৮, ১৯ ও ২০ জুন সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে অন্যান্য রাজ্যের সিপিএম নেতারা উপস্থিত থাকবেন। ফলে সেখানেও পশ্চিমবঙ্গের বাম-কংগ্রেস জোট নিয়ে জোরাল প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন অনেকে। সূত্রের খবর, সেখানেও যুক্তি হিসেবে ইয়েচুরি বলতে পারেন যে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের মতো ছিল না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)