এক্সপ্লোর
সৃজনশীলতাকে হত্যা করা উচিত নয়, ‘উড়তা পঞ্জাব’ বিতর্কে অমিতাভ, ‘দুর্ভাগ্যজনক’ বললেন আমির
![সৃজনশীলতাকে হত্যা করা উচিত নয়, ‘উড়তা পঞ্জাব’ বিতর্কে অমিতাভ, ‘দুর্ভাগ্যজনক’ বললেন আমির Creativity Shouldnt Be Killed Bachchan On Udta Punjab Row সৃজনশীলতাকে হত্যা করা উচিত নয়, ‘উড়তা পঞ্জাব’ বিতর্কে অমিতাভ, ‘দুর্ভাগ্যজনক’ বললেন আমির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/08194704/amitabh-amir-on-urda-punjab-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে পরোক্ষে এই ছবির নির্মাতাদের পাশেই দাঁড়ালেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। কলকাতায় নিজের ছবির প্রচারে এসে তিনি বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। তবে আমার মনে হয় সৃজনশীলতাকে হত্যার চেষ্টা করা উচিত নয়।’
সরাসরি কিছু না বললেও, অমিতাভ বুঝিয়ে দিয়েছেন, তিনি সেন্সর বোর্ডের কড়াকড়ির বিপক্ষে। তাঁর মতে, ‘উড়তা পঞ্জাব’ ছবির নির্মাতারা প্রয়োজনে ট্রাইব্যুনাল বা আদালতের দ্বারস্থ হতে পারেন। একটি ছবি মুক্তি পাওয়ার ঠিক আগে সেন্সর বোর্ড হস্তক্ষেপ করে। এটাই একমাত্র সমস্যা।
এই ছবি নিয়ে বিতর্কে বলিউডের অনেক নক্ষত্রই সেন্সর বোর্ডের বিরুদ্ধে সরব। কর্ণ জোহর, আনন্দ রাই, কবীর খান, মহেশ ভট্টরা সেন্সরশিপের তীব্র সমালোচনা করেছেন। এই ছবিতে অভিনয় করা শাহিদ কপূরও সেন্সর বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন।
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও ‘উড়তা পঞ্জাব’-এর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই ছবিকে যে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে আমি ব্যথিত। আমি যতদূর জানি, এই ছবি তৈরি হয়েছে মাদকের নেশা নিয়ে। ছবিতে সামাজিক বার্তা আছে। আমার মনে হয় না এতে এমন কিছু আছে যা দর্শকদের দেখতে দেওয়া উচিত না।’
এই বিতর্কের ফলে সেন্সর বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করছেন আমির। তাঁর মতে, প্রত্যেক ভারতীয়রই বাক্-স্বাধীনতা আছে। ছলচ্চিত্র নির্মাতাদের কন্ঠরোধ করা উচিত নয়। ট্রাইব্যুনালে গেলে ‘উড়তা পঞ্জাব’-এর নির্মাতারা সুবিচার পাবেন বলেই আশা আমিরের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)