এক্সপ্লোর
কাশ্মীরের কিছু অংশে ফের কার্ফু

শ্রীনগর: কাশ্মীরের কিছু অংশে নতুন করে জারি হল কার্ফু। পাঁচটি থানা সহ কুলগাম ও অনন্তনাগের বেশ কিছু এলাকায় জারি হয়েছে কার্ফু। গতকাল বিক্ষোভ চলাকালীনই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ৬১ বছরের এক প্রবীণের। জখম হয় ১৪ জন। এরপর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। প্রসঙ্গত, গত ৮ জুলাই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তরুণ হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় মোট ৪৭ জন প্রাণ হারান। জখম হন প্রায় ৫৫০০। তাঁদের মধ্যে ৩০০০ জন নিরাপত্তাকর্মী। বন্ধ করে দেওয়া হয় উপত্যকায় মোবাইল সার্ভিস, খবরের কাগজও। বন্ধ রাখা হয় স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি। সুষ্ঠু আইন শৃঙ্খলা বজায় রাখতে কুলগাম জেলা এবং অনন্তনাগে নতুন করে কার্ফু জারি হয়েছে। এছাড়াও কাশ্মীরের পাঁচটি থানা খান্যার, রায়নাওয়ারি, মহারাজ গঞ্জ, সাফা কাদাল ও নওহাট্টায় জারি রয়েছে কার্ফু। গতকাল মধ্যরাত থেকে উপত্যকার বেশ কিছু জায়গায় চালু করা হয়েছে মোবাইল পরিষেবা। তবে কবে থেকে সব জায়গায় কানেকশন চালু হবে, সে ব্যাপারে কিছু জানায়নি প্রশাসন। প্রসঙ্গত, ১৫ জুলাই থেকে কাশ্মীরে মোবাইল সার্ভিস বন্ধ রাখা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















