লক্ষ্য ২০১৯ লোকসভা, সমমনস্ক দলগুলির সঙ্গে জোট করতে রাহুলকে পূর্ণ ক্ষমতা দিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি
নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সমমনস্ক দলগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গাঁধীকে পূর্ণ কর্তৃত্ব দিল নবগঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়ার্কিং কমিটি, বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি প্রধান ও কংগ্রেস পরিষদীয় দলনেতাদের উপস্থিতিতে হওয়া বৈঠকে। পাশাপাশি, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে মহাজোট গঠন করতে কমিটি গড়ার ক্ষমতাও দেওয়া হয়েছে রাহুলকে।
এদিনের বৈঠকে ৩০-৪০ জন নিজেদের বক্তব্য পেশ করেন। সকলেই একবাক্য স্বীকার করেন, কেন্দ্রে অ-বিজেপি ফ্রন্ট গড়ে তুলতে কংগ্রেসকেই উদ্যোগ এবং মূল ভূমিকা নিতে হবে। তাঁরা জানান, প্রধান বিরোধী দলের নেতা হওয়ার দরুন, রাহুল গাঁধীর উচিত মহাজোটের মুখ হওয়া।
বিভিন্ন রাজ্যে কীভাবে শরিকদের সঙ্গে দলকে শক্তিশালী করা সম্ভব, তার একটা রূপরেখা পেশ করেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম। সূত্রের খবর, চিদম্বরম প্রাক্তন অর্থমন্ত্রীর হিসেব অনুযায়ী, বর্তমানে ১২টি রাজ্যে কংগ্রেসের মজবুত সংগঠন রয়েছে। ভাল করে লড়লে প্রায় ১৫০টি আসন পাওয়া যেতে পারে। জোটের অঙ্কে বাকি রাজ্যগুলি থেকে মিলতে পারে আরও ১৫০ আসন।