এক্সপ্লোর
Advertisement
ধর্ষণ মামলা তুলে নিতে দলিত যুবতীকে ফের ধর্ষণ ৫ উচ্চবর্ণের যুবকের
রোহতক: দলিত যুবতীকে দু বার ধর্ষণ একই দলের! ২০১৩ সালে পাঁচজনের একটি দল হরিয়ানার রোহতকের ওই যুবতীকে ধর্ষণ করেছিল। ২০ বছরের মেয়েটির পরিবারের দাবি, অনিল, রাজু, সন্দীপ সিংহ, মৌসম কুমার, আকাশ—উচ্চবর্ণের এই পাঁচ অভিযুক্ত তিন বছর আগে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেও জামিনে জেলের বাইরে আছে। আগের ধর্ষণের মামলাটি তুলে নিতে চাপ দেওয়ার জন্য মেয়েটিকে আবার ধর্ষণ করেছে ওরা।
মেয়েটির পরিবার এও জানিয়েছে, ওরা মামলা তুলে নেওয়ার জন্য কোনও চেষ্টাই বাদ রাখেনি। লাগাতার ভয় দেখানো, হুমকি দেওয়া তো ছিলই, তাকে আদালতের বাইরে মিটমাট করে ফেলতে ৫০ লক্ষ টাকার অফারও দেয়। কিন্তু তারা রাজি না হওয়াতেই বাঁকা আঙুল সোজা করতে আবার ধর্ষণ!
মেয়েটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, গত বুধবার সকালে তাকে তার কলেজের গেটের বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে গাড়ির ভিতরে ধর্ষণ করে পাঁচ অভিযুক্ত। পাশবিক অত্যচারে অজ্ঞান হয়ে গেলে তাকে একটি ঝোপে ফেলে দিয়ে চলে যায় তারা।
মেয়েটি পরিবারের সঙ্গে থাকত হরিয়ানার ভিওয়ানিতে।২০১৩ সালে প্রথমবার ধর্ষণের পর ওই পাঁচজনের হাত থেকে নিস্তার পেতে তারা রোহতক চলে যায়।
মেয়েটির ভাই জানিয়েছে, ওই পাঁচজনের ৪ জনই ভিওয়ানির। একজন রোহতকের।
রোহতক সিভিল হাসপাতালে চিকিত্সা চলছে ধর্ষিতার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement