এক্সপ্লোর
মানেকা, বিজেপি নেতারা মালা দিলেন, দুধ-জল ঢেলে অম্বেডকরের মূর্তি 'শোধন' দলিতদের

ভদোদরা: মানেকা গাঁধী, কয়েকজন বিজেপি নেতার উপস্থিতি আবহাওয়া বিষিয়ে তুলেছে বলে সওয়াল করে তাঁরা চলে যাওয়ার পর ভদোদরায় বি আর অম্বেডকরের মূর্তিতে দুধ, জল ঢেলে তা 'শোধন করল' দলিতরা। সংবিধান প্রণেতার ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর মূর্তিতে পুষ্পস্তবক দেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা। তাঁদের উপস্থিতিতে আপত্তি তুলে রেস কোর্সের জিইবি সার্কল এলাকায় স্লোগান দেয় দলিতরা। বরোদার একটি বিশ্ববিদ্যালয়ের তফসিলি জাতি ও উপজাতি কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক ঠাকোর সোলাঙ্কি দাবি করেন, বিজেপি নেতাদের অনেক আগেই তাঁরা সেখানে হাজির হয়েছিলেন। সোলাঙ্কির নেতৃত্বে দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় বিজেপির নেতা, কর্মীদের। সোলাঙ্কি বলেন, পুলিশকে বলেছিলাম, যেহেতু আগে এসেছি, আগে মূর্তিতে মালা দেব আমরাই। কিন্তু মেয়র প্রথমে দেবেন, এটাই রীতি বলে জানিয়ে পুলিশ আমাদের মালা পরাতে দেয়নি। এতে আমাদের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মানেকা ও বিজেপি নেতাদের উপস্থিতির ফলে অম্বেডকরের মূর্তি ও ওখানকার পবিত্রতা নষ্ট হয়েছে। তাই ওঁরা মালা দেওয়ার পর অম্বেডকর মূর্তিতে দুধ, জল দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করেছি। মানেকা পৌঁছনোর আগে সেখানে বিজেপির তফসিলি জাতি ও উপজাতি সংগঠনের সাধারণ সম্পাদক জীবরাজ চৌহানকেও ঘেরাও করেন দলিতরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















