আগেই জানত মসুলে ৩৯ জনই নিহত, কেন জানাতে এত 'দেরি'? অপহরণ সংক্রান্ত সব খবর জানাক সরকার, দাবি কংগ্রেসের
Sad news of the confirmation of the deaths of 39 Indians in Iraq. Thoughts & prayers are w/their families. But why did the Govt give false hope to the nation for three and a half years that the people were still alive? That was disappointing behaviour.
— Shashi Tharoor (@ShashiTharoor) March 20, 2018
সাংসদ তারুর বলেন, প্রতিটি ভারতীয়র কাছে এটা খুবই দুঃখের। কিন্তু আমি জানতে চাইব, খবরটা দিতে এত দেরি কেন করল সরকার। কী করে এবং কবে ওঁরা মারা গেলেন, সব সরকারের জানানো উচিত। যেভাবে সরকার ওঁদের পরিবারকে আশার আলো দেখিয়েছিল, তাও ঠিক হয়নি।
This is saddening for every Indian, rest I would ask why was this information delayed by the govt, they should tell how it happened, when they died. Also, the way govt gave high hopes to the families was not right: Shashi Tharoor, Congress on death of 39 Indians in Iraq's Mosul. pic.twitter.com/dZ3EGVtwYh
— ANI (@ANI) March 20, 2018
অমরিন্দর নিহত ভারতীয়দের পরিবারগুলির প্রতি সমবেদনা, শোক জানিয়ে বলেন, ওঁদের মারা যাওয়ার খবরটা 'অনেক আগে থেকেই সরকার জানত'। আমাদের এমন আশঙ্কা আগেই হয়েছিল। আরও আগেই এটা জানিয়ে দেওয়া উচিত ছিল।
অপহৃতদের অধিকাংশই ঘটনাচক্রে পঞ্জাবের, মসুলের আশপাশে নানা প্রকল্পে কাজ করছিলেন।
অমরিন্দর বলেন, সুষমা স্বরাজের মুখ থেকে ইরাকে নিখোঁজ ৩৯ ভারতীয়ই নিহত, হৃদয়বিদারক খবর শুনে মন ভেঙে গিয়েছে। ওদের পরিবারগুলিকে আমার সমবেদনা। ২০১৪ সালে আইসিসের হাতে ওদের অপহরণের খবর জানার পর থেকেই আশা, উত্কন্ঠায় দিন কেটেছে পরিবারগুলির।
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, ইরাকে নিহতদের পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছে কংগ্রেস। ওদের এই চরম দুঃসময়ে পরিবারগুলির পাশে রয়েছি আমরা। কেন্দ্র ও রাজ্য সরকারকে ওদের আর্থিক সহায়তা দিতে হবে, সরকারি চাকরির ব্যবস্থাও করতে হবে।
Congress offers condolences to families of those who were killed in Iraq. We are with their families in this painful & sad time. It is our demand that they should be given financial assistance by central & state govt & also employment in govt. service: Ghulam Nabi Azad, Congress pic.twitter.com/UXjH6ZLXm0
— ANI (@ANI) March 20, 2018