এক্সপ্লোর
৫ হাজার কোটি টাকায় আমেরিকা থেকে আলট্রা লাইট হাউইত্জার কেনায় সবুজ সঙ্কেত প্রতিরক্ষা মন্ত্রকের
![৫ হাজার কোটি টাকায় আমেরিকা থেকে আলট্রা লাইট হাউইত্জার কেনায় সবুজ সঙ্কেত প্রতিরক্ষা মন্ত্রকের Defence Ministry Nod To Buy 145 Ultra Light Howitzers From Us ৫ হাজার কোটি টাকায় আমেরিকা থেকে আলট্রা লাইট হাউইত্জার কেনায় সবুজ সঙ্কেত প্রতিরক্ষা মন্ত্রকের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/25152827/Manohar_Parrikar-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আমেরিকা থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা অর্থমূল্যের ১৪৫ আলট্রা লাইট হাউইত্জার কেনার ব্যাপারে সবুজ সঙ্কেত দিল প্রতিরক্ষা মন্ত্রক। বহুদিন ধরে এগুলি কেনার বিষয়টি ঝুলে ছিল। দেরি হচ্ছিল। পাশাপাশি ১৮ ধনুশ আর্টিলারি গান উত্পাদনেও সম্মতি মিলেছে তাদের। বলা হচ্ছে, বফর্স কেলেঙ্কারির পর থেকে গত তিন দশকে এই প্রথম এ জাতীয় অস্ত্র সিস্টেম জোগাড় করার পথে পা রাখছে সেনাবাহিনী।
প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের নেতৃ্ত্বাধীন ডিফেন্স অ্যাক্যুউজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে ২৮ হাজার কোটি টাকার বিভিন্ন নতুন স্কিম সমেত ১৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানেই হাউইত্জার সিস্টেম নিয়ে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় সেনা কর্তৃপক্ষ। এছাড়া ১৩৬০০ কোটি টাকায় ‘বাই ইন্ডিয়ান’ তালিকায় ৬টি পরবর্তী প্রজন্মের মিসাইল ভেসেল তৈরির প্রস্তাবটিও প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে। এর ফলে এবার এ ব্যাপারে টেন্ডার দিতে পারবে নৌবাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রকের জনৈক অফিসার বলেন, বিদেশি মিলিটারি সেলস (এফএমএস) রুটে আমেরিকা থেকে ১৪৫ আলট্রা লাইট হাউইত্জার আনার প্রস্তাবটি অনুমোদন করেছে ডিএসি। এই অস্ত্রের ডেলিভারি দেওয়া হবে ভারতের মাটিতেই। ফলে সেগুলি নিয়ে আসার খরচ বাঁচানোয় সুবিধা হবে। তাছাড়া ২৫ কিমি দূরত্ব পর্যন্ত আঘাত হানার ক্ষমতাসম্পন্ন কামানগুলি সরবরাহের সময়সীমাও কমিয়ে দিয়েছে ডিএসি। চিন সীমান্ত সংলগ্ন অরুণাচল প্রদেশ ও লাদাখের উঁচু জায়গাগুলিতে বসানো হবে এই কামানগুলি।
দশ বছর আগে বিএই থেকে এই কামান প্রথম কেনার কথা উঠেছিল। প্রতিরক্ষা কর্তাটি জানান, এগুলি কেনায় আগ্রহ প্রকাশ করে মার্কিন সরকারকে অনুরোধ পত্র পাঠায় ভারত। জবাবে একটি অনুরোধ গ্রহণপত্র (এলওএ) পাঠিয়েছে আমেরিকা। এবার সেটি আমেরিকায় ফেরত পাঠানো হবে। সেইসঙ্গে প্রথম কিস্তির অর্থ দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। এই কামান তৈরি করবে বিএই সিস্টেমস। তারা বিনিয়োগ করবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। ২৫টি কামান উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় তৈরি করে ভারতে আগে পাঠানো হবে। বাকিগুলি এ দেশেই মালপত্র, যন্ত্রাংশ নিয়ে এসে নির্দিষ্ট ঘাঁটিতে সংযুক্ত করে প্রস্তুত করা হবে।
বিএই সিস্টেমস এক বিবৃতিতে বলেছে, ভারত সরকার এম৭৭৭-এর ফরেন মিলিটারি সেলের ব্যাপারে এগচ্ছে। এতে আমরা খুশি। এই সিস্টেম লড়াইয়ের ময়দানে পরীক্ষায় উতরে গিয়েছে। এটা পেলে ভারতীয় সেনার সামরিক শক্তি বাড়বে। দামের দিক থেকেও সুবিধা পাচ্ছে তারা। দু দেশের সরকারকে এর চুক্তির ব্যাপারে এগিয়ে যেতে তারা সহায়তা দেবে বলে জানিয়েছে বিএই সিস্টেমস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)