এক্সপ্লোর
Advertisement
মরার ভান করে ধর্ষকের থেকে প্রাণে বাঁচল নাবালিকা
নয়াদিল্লি: আট বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ দিল্লির কিরারি এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি তাকে মেরে ফেলতে পারে এই আশঙ্কা থেকে মেয়েটি কার্যত মরার ভান করে পড়ে থাকে ধর্ষণস্থলে। মেয়েটি সত্যিই মারা গিয়েছে ভেবে ভয় পেয়ে যায় অভিযুক্ত। তারপর মেয়েটিকে কোনও এক নির্জন এলাকায় ফেলে রেখে পালায় সেই ধর্ষক। বাচ্চা মেয়েটি নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে কার্যত ধর্ষকের হাত থেকে পালিয়ে আসে।
ঘটনার সূত্রপাত, গত শনিবার মধ্যরাতে। মেয়েটি যখন বাড়ির বাইরে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল, সেইসময় তাকে ঘুমন্ত অবস্থায় সেখান থেকেই অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত। মেয়েটির বয়ান থেকে মনে হয়েছে ঘটনাটি রাত দেড়টা নাগাদ ঘটেছে, জানিয়েছে পুলিশ।
পুলিশের অনুমান অভিযুক্তও সম্ভবত নাবালক। মেয়েটি জানিয়েছে, সে হঠাত্ই বুঝতে পারে কেউ তাকে মুখ বন্ধ করে কোথাও নিয়ে যাচ্ছে। মেয়েটি জানায় তারপর কোনও এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে। কিন্তু মেয়েটির মনে হয়েছিল এরপর হয়তো তাকে খুনও করে ফেলতে পারে সে। সেই আশঙ্কা থেকেই মেয়েটি মরার ভান করে পড়ে থাকে।
মেয়েটি জানায়, সে যখন মরার ভান করেছিল, তখন অভিযুক্ত ব্যক্তি বারংবার তাকে জাগানোর চেষ্টা করে। পরে সে চলে যেতেই মেয়েটি বাড়ির দিকে ছুটতে শুরু করে। পরিস্থিতি বুঝে মেয়েটিকে ফের ধরতে যায় অভিযুক্ত। কিন্তু পাথরে ধাক্কা লেগে পড়ে যায়। তারপর বাড়ি এসে পুরো ঘটনার কথা তার বাবা-মাকে জানায় নাবালিকা। আপাতত নাবালিকার চিকিত্সা চলছে হাসপাতালে।
মেয়েটি ক্লাস থ্রি-তে পড়ে। তার বাবা কোনও এক বেসরকারি সংস্থায় কাজ করেন, মা গৃহবধু। মেয়েটির একটি সাতমাসের বোনও আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement