Santosh Trophy 2024-25: বড় উপহার পেলেন বাংলার ফুটবলপ্রেমীরা, সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা
ABP Ananda LIVE: বর্ষশেষের রাতে বড় উপহার পেলেন বাংলার ফুটবলপ্রেমীরা। কেরলকে ১-০ গোলে উড়িয়ে ভারতসেরা বাংলা। কেরলের কাছে দু'বার সন্তোষ ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বাংলা। বাংলার হয়ে একমাত্র গোল করেন রবি হাঁসদা। ৬ বছর বাদে সন্তোষ চ্যাম্পিয়ন সঞ্জয় সেন ব্রিগেড। এনিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা। বাংলার এই জয় নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়, শুভেচ্ছা জানিয়ে বার্তা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।
আরও খবর, সিঙ্গুর থেকে হাওড়া পর্যন্ত দুটি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে। রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে নতুন নিয়ম। এরই প্রতিবাদেই গর্জে উঠেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। 'সিঙ্গুর আন্দোলন' লোকাল ট্রেনটিকে কোনওমতেই সম্প্রসারণ করা যাবে না, এই দাবিকে সামনে রেখে হাওড়া -তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা দিলেন প্রতিবাদীরা । সিঙ্গুর ১ নং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃনমূল কর্মী ও সিঙ্গুর বাসীরা রেলপথ আটকায়।