এক্সপ্লোর
দেশে 'অশান্ত রাজনৈতিক আবহাওয়া', ২০১৯ এর ভোটের আগে প্রার্থনার ডাক দিল্লির আর্চবিশপের, ধর্ম, সম্প্রদায়ে ভেদাভেদ করে না ভারত, বললেন রাজনাথ
![দেশে 'অশান্ত রাজনৈতিক আবহাওয়া', ২০১৯ এর ভোটের আগে প্রার্থনার ডাক দিল্লির আর্চবিশপের, ধর্ম, সম্প্রদায়ে ভেদাভেদ করে না ভারত, বললেন রাজনাথ Delhi archbishop calls for 'prayer campaign' before 2019 General Elections, No discrimination against anyone on basis of religion: Rajnath দেশে 'অশান্ত রাজনৈতিক আবহাওয়া', ২০১৯ এর ভোটের আগে প্রার্থনার ডাক দিল্লির আর্চবিশপের, ধর্ম, সম্প্রদায়ে ভেদাভেদ করে না ভারত, বললেন রাজনাথ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/22100956/rajnath.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দিল্লির আর্চবিশপ অনিল কুটো দেশে 'অশান্ত রাজনৈতিক আবহাওয়া' বিদ্যমান রয়েছে বলে অভিমত জানিয়ে ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে প্রার্থনার ডাক দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দাবি করলেন, ভারত ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে ভেদাভেদ করে না, এমন ব্যাপার এ দেশে কখনও অনুমোদনও করা হবে না।
দিল্লির আর্চবিশপ রাজধানীর সব প্যারিশের যাজকদের চলতি মাসের গোড়ায় চিঠি লিখে প্রার্থনা সভার আয়োজনের পাশাপাশি ২০১৯-এর ভোটের প্রেক্ষাপটে শুক্রবার করে অনশন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বলে খবর। চিঠিতে বলা হয়েছে, দেশে অশান্ত রাজনৈতিক পরিমন্ডল রয়েছে যা সংবিধানে উল্লিখিত গণতান্ত্রিক নীতি-আদর্শ ও আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর সামনে বিপদ হয়ে উঠছে।
আরও বলা হয়েছে, আমাদের দেশ ও তার রাজনৈতিক নেতাদের জন্য প্রার্থনা করা সবসময়ই আমাদের পবিত্র রীতি, আর সাধারণ নির্বাচন পর্ব এগিয়ে আসার সময় তা বর্তমানে আরও বেশি দরকারি। ২০১৯ এ নতুন একটি সরকার আসবে দেশে। সেদিকে তাকিয়ে আসুন দেশের জন্য প্রার্থনা শুরু করি।
খ্রিস্টান ধর্মগুরুর মন্তব্যের লক্ষ্য বিজেপিই, এমন জল্পনার মধ্যেই রাজনাথ আজ বিএসএফের এক অনুষ্ঠানের ফাঁকে বলেন, ওই বিবৃতি দেখিনি। তবে এটাই বলতে পারি, ভারত এমন দেশ যেখানে জাতপাত, সম্প্রদায় বা ধর্মীয় কারণে কারও প্রতি বৈষম্য করা হয় না। এর অনুমতি দেওয়া যায় না। সরকার দেশের ঐক্য লঙ্ঘিত হতে দেবে না বলে জানান তিনি। বলেন, কখনও কখনও আমাদের প্রশ্ন করা হয়। কোনও মূল্যেই দেশের ঐক্য, সংহতি, সার্বভৌমত্বের সঙ্গে আপস করা হবে না। এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সমাজে সম্প্রীতি, ঐক্য জোরদার করতেও দায়বদ্ধ আমরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)