এক্সপ্লোর
Advertisement
কেজরিবালের টুইটে বিতর্ক, আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ বিজেপির
নয়াদিল্লি: আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিবালের ট্যুইট ঘিরে বিতর্ক। দিল্লির বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত এনিয়ে শুক্রবার কেজরিবালের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ তোলেন। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
২০ মার্চ রাতে একটি হাতে আঁকা ছবি টুইট করেন কেজরিবাল। ছবিতে ছিল, একটি লোক মানুষ ঝাঁটা হাতে তাড়া করছে একটি স্বস্তিক চিহ্নকে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হৈ চৈ শুরু হয়ে যায়। অনেকে টুইটারে তীব্র আক্রমণ করেন কেজরিবালকে। আপের তরফে সাফাই দেওয়া হয়, কেজরিবাল হিন্দু স্বস্তিককে আক্রমণ করেননি, ওটা নাৎসিবাদের প্রতীক চিহ্ন।
দিল্লির বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত বলেন, ঠিক কী বার্তা দিতে চেয়েছেন কেজরিবাল? বিজেপির তরফে আম আদমি পার্টিকে অবৈধ ঘোষণা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধা সৃষ্টির চেষ্টার অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মঙ্গলবার "গরু নিয়ে রাজনৈতিকীকরণ" ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধাসৃষ্টির অভিযোগে আপ পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। লোকসভার আপ প্রার্থী রাঘব চড্ডা টুইট করে, বিজেপির বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করছে, সঙ্গে ছবি দেন, একটি গাই-বাছুর দরজায় দাঁড়িয়ে রয়েছে। এর বিরুদ্ধেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি।Someone sent this ... pic.twitter.com/IScYDLgwZr
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 20, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement