এক্সপ্লোর
Advertisement
কিশোরীকে যৌন হেনস্থা, মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল্লি আদালতের
নয়াদিল্লি: ১৩ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল দিল্লি আদালত।
শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মেয়েটি পুলিশের দ্বারস্থ হয়। পরে সে আদালতে অভিযোগ করে, মামলার তদন্তকারী মহিলা অফিসারও তাকে যৌন নিগ্রহ করেছেন। পুলিশে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে সে কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
ঘটনায় অভিযুক্ত শিক্ষকের জামিনের আর্জিও আদালত খারিজ করে দিয়েছে।
পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, যেন ওই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থা ও মিথ্যে প্রমাণ তৈরির কারণে এফআইআর দায়ের হয়। অভিযুক্ত শিক্ষক মনোজ রাঠিকে বাঁচানোর জন্য ওই মহিলা অফিসার মিথ্যে প্রমাণ সাজিয়েছেন বলে মন্তব্য করেছে আদালত। উত্তর পশ্চিম দিল্লির মঙ্গলপুরী থানার ভারপ্রাপ্ত অফিসারকে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ তারিখ আদালতে দায়ের করতে হবে স্ট্যাটাস রিপোর্ট।
মেয়েটি তার অভিযোগে বলেছে, তার আবার ডাক্তারি পরীক্ষা করানোর কথা বলে ওই অফিসার তার বাবাকে চাপ দেন। হুমকি দেন, কথা না শুনলে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। তার মতামতের অপেক্ষা না রেখেই তার ডাক্তারি পরীক্ষা হয়।
অভিযুক্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মেয়েটির বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ওই শিক্ষক মেয়েটির বাবার লেখা দাবি করে পুলিশকে একটি স্বীকারোক্তি চিঠি দেন। তাতে লেখা ছিল, তিনি তাঁর মেয়েকে বারবার শারীরিক হেনস্থা করেছেন।
উত্তর পশ্চিম দিল্লির আমন বিহার এলাকার একটি সরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী তার অভিযোগে বলে, একদিন ক্লাসে একটি প্রশ্নের উত্তর জানতে চাইলে শিক্ষক তাকে আলাদা করে দেখা করতে বলেন। সে স্কুলের পরে দেখা করতে গেলে তাকে যৌন হেনস্থা করেন তিনি। পরদিন তার বাবা মা এ নিয়ে অভিযোগ করতে এলে তাঁদের ভয় দেখানো হয়, জোর করে বাবার বুড়ো আঙুলের ছাপ নেওয়া হয় সাদা কাগজে।
তারপর মেয়ের বাবার হয়ে ওই শিক্ষক একটি স্বীকারোক্তি চিঠি লেখেন, যাতে বলা হয়, মেয়েকে শারীরিক নিগ্রহ করেছেন তিনি। তাতে অন্য শিক্ষকরাও সই করেন।
ওই স্কুলের অন্যান্য শিক্ষক ও অধ্যক্ষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement