এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ফল ঘোষণার আগেই হার স্বীকার বিকাশপুরীর কংগ্রেস প্রার্থী মুকেশ শর্মার
দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগণনার প্রাথমিক প্রবনতা থেকে দেখা গিয়েছে যে, ফের ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টিই। গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে, অরবিন্দ কেজরিবাল ক্ষমতায় ফেরার হ্যাটট্রিক করতে চলেছেন।
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগণনার প্রাথমিক প্রবণতা থেকে দেখা গিয়েছে যে, ফের ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টিই। গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে, অরবিন্দ কেজরিবাল ক্ষমতায় ফেরার হ্যাটট্রিক করতে চলেছেন। বিজেপি গতবারের তুলনায় কিছু বেশি আসন পেতে চলেছে। কিন্তু কংগ্রেসকে এবারও সম্ভবত খালি হাতেই ফিরতে হতে পারে। এরইমধ্যে বিকাশপুরীর কংগ্রেস প্রার্থী মুকেশ শর্মা ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিলেন। তাঁর ট্যুইট, আমি পরাজয় স্বীকার করছি। সমস্ত ভোটার ও বিকাশপুরী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস কর্মীদের ধন্যবাদ। আমি ওই এলাকার সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করছি। দিল্লি, বিকাশপুরী ও উত্তম নগর বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাব।
এবার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন মোট ৬৭২ জন প্রার্থী। তাঁদের মধ্যে ৫৯৩ জন পুরুষ ও ৭৯ মহিলা। এবারের নির্বাচনে ভোটদানের হার ছিল ৬২.৫৯। ২০১৫-র বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের ভোটের হার ছিল কম। ২০১৫-তে ৬৭.৪৯ শতাংশ ভোট পড়েছিল। এবার কংগ্রেস ভালো ফল হবে বলে আশা প্রকাশ করেছিল। ২০১৫-র নির্বাচনে আপ-ঝড়ে একটি আসনও পায়নি কংগ্রেস। ২০১৩-তে আটটি আসন পেয়েছিল তারা।मैं अपनी हार स्वीकार करते हुए, विकासपुरी विधानसभा क्षेत्र के सभी मतदाताओं व कांग्रेस कार्यकर्ताओं का आभार व्यक्त करता हूं और आशा करता हूं कि क्षेत्र का चौमुखी विकास होगा।
मैं भविष्य में भी दिल्ली, विकासपुरी व उत्तम नगर विधानसभा क्षेत्र के चौमुखी विकास के लिए लड़ाई लड़ता रहूंगा। — Mukesh Sharma (@MukeshSharmaMLA) February 11, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement