এক্সপ্লোর
Advertisement
নিহত অঙ্কিতের বাড়িতে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল
নয়াদিল্লি: নিহত তরুণ অঙ্কিত সাক্সেনার বাড়িতে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ভিন ধর্মের একটি মেয়েকে ভালবেসেছিলেন ২৩ বছরের অঙ্কিত। সেই সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। আর এই কারণেই গত বৃহস্পতিবার পশ্চিম খয়ালা এলাকায় অঙ্কিতের বাড়ির সামনে তাঁকে খুন করা হয়। অভিযোগ উঠেছে মেয়েটির পরিবারের বিরুদ্ধে।গ্রেফতার হয়েছে মেয়েটির বাবা, মা এবং কাকা।
অঙ্কিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কেজরীবাল।
এর আগে অঙ্কিতের বাবা যশপাল সাক্সেনা তাঁর ছেলের খুনের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রং না চড়ানোর আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছেন, কোনও বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের ওপর তাঁর কোনও ক্ষোভ বা বিদ্বেষ নেই। তিনি ছেলের খুনিদের কঠোর সাজার দাবি জানিয়েছেন।
Delhi CM @ArvindKejriwal met family of #AnkitSaxena who was murdered recently pic.twitter.com/PzBbkDFYNY
— AAP In News (@AAPInNews) February 5, 2018
এর আগে দিল্লি সরকার অঙ্কিতের পরিবারকে ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টার আশ্বাস দিয়েছিল।
গতকাল কেজরীবাল বলেছিলেন, অঙ্কিতের বাবার সঙ্গে কথা হয়েছে। যা হয়েছে তা নিন্দাজনক। অঙ্কিত যাতে ন্যায় বিচার পায়, তার জন্য উপযুক্ত অ্যাডভোকেটের বন্দোবস্ত করবে দিল্লি সরকার। দোষীদের যাতে কঠোর সাজা হয়, তা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement