এক্সপ্লোর
Advertisement
রাজধানীতে নাশকতার ছক বানচাল, দিল্লিতে গ্রেফতার তিন সন্দেহভাজন জয়েশ জঙ্গি সহ ১৩
নয়াদিল্লি: রাজধানীতে জঙ্গি নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ।
মঙ্গলবার রাতে দিল্লি পুলিশের জালে ৩ সন্দেহভাজন জয়েশ-ই-মহম্মদ জঙ্গি ধরা পড়েছে। ধৃতেরা হল সাজিদ আহমেদ, সমীর আহমেদ এবং শাকির আনসারি। সন্দেভাজন জঙ্গিদের মধ্যে কয়েকজনের থেকে আইইডি-ও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত।
দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতেদের ওপর গত এক বছর ধরে নজর রাখছিল কেন্দ্রীয় গোয়েন্দা ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, ইন্টারনেটের মাধ্যমে নাশকতামূলক কার্যকলাপে তাদের 'দিক্ষীত' হয়েছে। জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে এই তিনজন আইইডি তৈরি করার পাঠ নিচ্ছিল।
পুলিশ জানিয়েছে, সাদিজ ও সমীর দিল্লির বাসিন্দা। অন্যদিকে, আনসারির বাড়ি উত্তরপ্রদেশের দেওবন্দে। গোয়েন্দাদের অনুমান ধৃতদের মধ্যে সাদিজ হল কিংপিন। গতকাল রাতে আইইডি বানাতে গিয়ে সে জখম হয়। তার বাঁহাতে চোট লাগে। খবর পেয়েই পুলিশ তাদের গ্রেফতার করে।
সূত্রের খবর, এই তিনজন মৌলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের নাশকতা-তত্ত্বে বিশ্বাসী। এই মাসুদ আজহারই ২০০১ সালের সংসদ ভবন হামলা এবং এবছরের গোড়ায় পঠানকোট বায়ুসেনা ঘাঁটি হামলার মাস্টারমাইন্ড।
এই তিনজনের পাশাপাশি আরও জনা ১২ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জেরা করছেন গোয়েন্দারা। এছাড়া, এখনও রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশের ১২টি দল।
সন্দেহভাজনদের জেরা করে রাজধানীতে একাধিক জায়গায় সম্ভাব্য জঙ্গি হামলার ছকও বানচাল করেছে বলে দাবি দিল্লি পুলিশের। এদিন ধৃত ৩ সন্দেহভাজনকে আদালতে পেশ করা হলে, আদালত তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement