এক্সপ্লোর
Advertisement
আমাদের সবচেয়ে বড় শক্তি গণতন্ত্র, যে কোনও মূল্যে অবশ্যই রক্ষা করতে হবে, আফগান এমপি-র অভিজ্ঞতা শুনিয়ে ফেসবুক পোস্টে রাহুল
নয়াদিল্লি: ভারতের সবচেয়ে বড় শক্তি গণতন্ত্র, যে কোনও মূল্যে তাকে রক্ষা করতে হবে বলে অভিমত জানালেন রাহুল গাঁধী। এ প্রসঙ্গে আফগানিস্তানের এক জনপ্রতিনিধির অভিজ্ঞতা শুনিয়েছেন তিনি।
এক ফেসবুক পোস্টে কংগ্রেস সভাপতি ঘটনাটির উল্লেখ করে জানিয়েছেন, একদিন সংসদে তিনি আফগানিস্তানের একদল এমপিকে দর্শকাসনে বসে থাকতে দেখেন। রাহুল লিখেছেন, আমি ভাবছিলাম, বাইরে থেকে আসা এই এমপিরা নিশ্চয়ই দেখছেন, আমরা কী করছি। আমরা চেঁচামেচি, চিত্কার, হইচই করছি, পরস্পরকে আক্রমণ করছি। অন্তত ওঁরা যতক্ষণ এখানে আছেন, সভায় শৃঙ্খলা থাকা উচিত নয় কি?
রাহুল বলেছেন, পরে সেই আফগান সাংসদরা আমার অফিসে এসে দেখা করলে তাঁদের কাছে দুঃখ প্রকাশ করে বলি, দর্শক গ্যালারিতে বসে আপনাদের দেখতে হল, এদেশের আইনপ্রণেতারা জমাটি বিতর্ক না করে কেমন ঝগড়াঝাটিই করে গেলেন! তখন সেই এমপিদের একজন ফুঁপিয়ে কেঁদে ওঠেন। আমি একটু ঘাবড়ে যাই। আমি বলি, কী হল? সেই মহিলা এমপি বলেন, জানেন, মিঃ গাঁধী, আপনারা নিজেদের এই সংসদ ভবনে বসে যে তর্কাতর্কি করেন, আমার দেশে সেটা চলে গোলাগুলির মধ্যে।
সেই প্রসঙ্গ টেনেই রাহুলের মন্তব্য, আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের গণতন্ত্র, যাকে যে কোনও মূল্যে অবশ্যই রক্ষা করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement