এক্সপ্লোর
Advertisement
নোট বাতিলের ফলে সব কালো টাকা সাদা হয়ে গিয়েছে, এবার মোদী সরকারকে তোপ অরুণ শৌরির
নয়াদিল্লি: যশবন্ত সিনহার পর ফের বিজেপির অন্দরেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অসন্তোষের সুর। এবার অটল বিহারী বাজপেয়ী জমানার গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুণ শৌরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে নোট বাতিল নিয়ে সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন শৌরী। তুলেছেন গুরুতর কেলেঙ্কারির অভিযোগও। তিনি বলেছেন, নোট বাতিল কালো টাকাকে সাদা করার জন্য সরকারের বড়সড় প্রকল্প। যাদের কাছে কালো টাকা ছিল তারা নোট বাতিলের সুযোগে সাদা করে নিয়েছে।
শৌরি আরও বলেছেন, এই সরকারে আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত মাত্র আড়াই জন লোক নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহর পাশাপাশি নাম না করে তিনি অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতি ইঙ্গিত করেছেন। ‘ঘরের আইনজীবী’ বলে তিনি জেটলিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
শৌরি সরাসরি নোট বাতিলকে ‘বোকামি’ বলেছেন। তিনি বলেছেন, এতে কালো টাকার মালিকদের টাকা সাদা করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নোট বাতিলের পর ৯৯ শতাংশ নোটই ফিরে এসেছে। এর একটাই অর্থ, কালো টাকা ধ্বংস করা সম্ভব হয়নি।
জিএসটি নিয়েও মুখ খুলেছেন ১৯৯৯-২০০৪ পর্যন্ত এনডিএ সরকারের বিলগ্নিকরণ মন্ত্রী শৌরি। তিনি বলেছেন, দেশে আর্থিক ব্যবস্থার সংস্কারের জন্য বড়সড় পদক্ষেপ জিএসটি। কিন্তু এই করব্যবস্থা সঠিকভাবে রূপায়ণ করা হয়নি। তিন মাসের মধ্যে সাতবার নিয়মের বদল করা হয়েছে। তিনি বলেছেন, অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রুদ্ধদ্বার ঘরে বসে নিচ্ছেন মাত্র আড়াই জন ব্যক্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement