দেশের আর্থিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে, নোট বাতিল নিয়ে ফের কেন্দ্রকে তোপ মনমোহনের
নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। জানালেন, এর ফলে দেশের আর্থিক বিকাশ জোর ধাক্কা খাবে। পাশাপাশি, পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে চলেছে এই ডিমোনেটাইজেশন।
সোমবার নয়াদিল্লিতে পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অচিরেই নোট ডিমোনেটাইজেশন নিয়ে সোচ্চার হন রাজ্যসভায় কংগ্রেসের এই প্রবীণ সাংসদ।
তিনি বলেন, আপনারা সকলে শীঘ্রই দেখতে পাবেন যে, (নোট বাতিল) দেশের আর্থিক বৃদ্ধির ওপর কতটা কুপ্রভাব ফেলবে। গত শীতকালীন অধিবেশনেই এই নোট বাতিল নিয়ে সংসদে সুর চড়িয়েছিলেন মনমোহন। বলেছিলেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত হল ‘প্রশাসনিক স্তরে চূড়ান্ত ব্যর্থতা’ এবং এটি ‘সংগঠিত লুন্ঠন এবং আইনি লুঠতরাজের’ সামিল।
এদিন সেই প্রসঙ্গকে ফের একবার টেনে তিনি যোগ করেন, তাঁর বক্তব্য যে সঠিক ছিল, তা সাম্প্রতিকতম ঘটনাবলিতেই প্রমাণিত। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা (সিএসও)-র পেশ করা রিপোর্টও উল্লেখ করেন এই প্রথিতযশা অর্থনীতিবিদ।
ওই রিপোর্টে বলা হয়েছিল, ২০১৬-১৭ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.৬ থেকে কমে ৭.১ শতাংশে দাঁড়াবে। মনমোহন বলেন, এই হিসেবে অবশ্য নোট বাতিলের পরবর্তী সময়কে ধরা হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, আসল তফাত ২ শতাংশের মত দাঁড়াতে পারে।