বিয়ের আসরে চলবে না ডিজে, নাচা-গানা, ফতোয়া দেওবন্দের ধর্মগুরুর

দেওবন্দ: বিষয়টিকে ইসলাম-বিরোধী উল্লেখ করে দেওবন্দের এক কাজি জানালেন, তাঁরা এমন কোনও ‘নিকাহ’ করাবেন না, যে বিয়ের আসরে ডিজে, নাচা-গানা হয়।
আজহার হুসেন নামে ওই কাজির দাবি, যদি তাঁরা দেখেন যে কোনও বিয়েতে ডিজের আসর বসেছে বা নাচা-গানা হচ্ছে, তা সেই বিয়ে বয়কট করবেন। তবে একইসঙ্গে, তিনি যোগ করেন, যদি নাচ-গান বিয়ের আগে হয় এবং কাজিরা তা না জানতে পারেন, তাহলে কোনও সমস্যা নেই।
প্রসঙ্গত, এই প্রথম নয় যে দেওবন্দের মৌলবীরা এমন সিদ্ধান্ত নিলেন। এর আগে, ডিজাইনার বোরখা এবং চাপা পোশাক পরিহিত মুসলিম মহিলাদের বিরুদ্ধেও ফতোয়া জারি করা হয়। তখন বলা হয়েছিল, এধরনের পোশাক ইসলাম ধর্ম অনুযায়ী ‘হারাম’। মুসলিম মহিলাদের উদ্দেশ্যে ওই ধরনের পোশাক না পরার নির্দেশও জারি করেন মৌলবীরা।
আরেকটি ঘটনায়, এক মুসলিম ব্যক্তি জানতে চান, তাঁর স্ত্রী নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন কি না। এরপরই, সোশ্যাল মিডিয়ায় সেলফি সহ নিজেদের ছবি দিতে সব মুসলিম মহিলাদের নিষেধ করা হয়।ি






















