এক্সপ্লোর
Advertisement
বিহারকে ছাপিয়ে গেল ধানবাদ, পরীক্ষায় অবাধে চলছে টুকলি, ছেলের হয়ে উত্তর দিচ্ছে বাবা
ধানবাদ: বিহার বোর্ডের পরীক্ষায় অবাধে চলে টোকাটুকি। সেখানকার ছাত্র-ছাত্রীদের মান নিয়ে প্রশ্ন তোলা হয় বিশ্বের বিভিন্ন জায়গায়। সম্প্রতি এই ঘটনার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিহারের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের কেরিয়ারের প্রাসঙ্গিকতা রক্ষা করতে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ঝাড়খণ্ডে আসুন পড়াশোনা করতে।
তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর এই আর্জির দিন কয়েকের মধ্যেই ধানবাদের এক কলেজে পরীক্ষা চলাকালীন ধরা পড়ল অন্য চেহারা। গত ৯ জুলাই ধানবাদ জেলার আর এস মোরে কলেজে চলছিল ক্লাস ইলেভেন-এর পরীক্ষা। গোবিন্দপুর এলাকায় অবস্থিত ওই পরীক্ষাকেন্দ্রে দেখা যায় পরীক্ষার্থীরা গাছতলায় বসে পরীক্ষা দিচ্ছে, এবং অবাধে চলছে টুকলি।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে বেঞ্চের ওপর বসে বেশ কয়েকজন ছাত্ররা বই থেকে দেখে সরাসরি উত্তরপত্রে উত্তর লিখছে। সবথেকে আশ্চর্যজনকভাবে এক ছাত্রের বাবাকে দেখা গিয়েছে ছেলের হয়ে উত্তরপত্রে লিখে দিতে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ফুল সিংহ অভিযুক্ত কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়াও গোটা ঘটনার তদন্ত করে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদের গাছতলায় বসে পরীক্ষা দেওয়া প্রসঙ্গে ওই কলেজের সুপারিন্টেনডেন্ট কিরণ সিংহ বলেন, ক্লাসের মধ্যে যথেষ্ট জায়গা না থাকায় ছাত্রদের বাইরে বসাতে বাধ্য হন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement